দুর্গাপুরে পুকুর থেকে ‘কোটি’ টাকা মূল্যের বিষ্ণুমূর্তি উদ্ধার

রাজশাহীর দুর্গাপুর উপজেলার একটি পুকুর থেকে পাথরের প্রাচীন একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার বড়ইল মোল্লাপাড়া গ্রামে জেহের মোল্লার পদ্মপুকুরে এ মূর্তি পাওয়া যায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশ মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে নেন।

স্থানীয়দের ধারণা, এটি একটি প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি হতে পারে। যার ওজন ২৬ কেজি ৫ শ গ্রাম এবং আনুমানিক মূল্য হতে পারে কয়েক কোটি টাকা।

স্থানীয়রা জানায়, জেহের মোল্লার ভরাট হয়ে যাওয়া পুরাতন পুকুরটি সংস্কারের জন্য ভেকুমেশিন দিয়ে খনন কাজ করাচ্ছেন। বুধবার সকালে খনন কাজের সময় পরিত্যক্ত মূর্তিটি দেখতে পান ভেকুমেশিনের চালক।

এ সময় চালক বিষয়টি পুকুর মালিক জেহের মোল্লাকে জানান। জেহের মোল্লা স্থানীয় ইউপি চেয়ারম্যান আফছার আলীকে জানালে বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকার স্থানীয় থানার পুলিশের নিয়ে মূর্তিটি উদ্ধার করেন।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে একটি প্রাচীন মূর্তি উদ্ধার করা হয়েছে। বর্তমানে মূর্তিটি থানা হেফাজতে রয়েছে। মূর্তিটি পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রত্নতত্ত্ব বিভাগে প্রেরণ করার ব্যবস্থা নেওয়া হবে।

প্রাচীন এ মূর্তি পাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে হাজারো উৎসুক জনতা ঘটনাস্থলে সেটি দেখার জন্য ভিড় করেন।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on: