মেরি কে অ্যাশ ১৯১৮ সালের ১২ মে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে জন্মগ্রহণ করেন। তিনি বিশ্ববিখ্যাত প্রসাধনী উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘মেরি কে কসমেটিকস’ প্রতিষ্ঠা করেন।
তিনি তার বড় ছেলে বেন রজারস জুনিয়রকে সঙ্গে নিয়ে মাত্র পাঁচ হাজার ডলার দিয়ে ব্যবসা শুরু করেন। গৃহযুদ্ধ ও নারীদের ক্যান্সার প্রতিরোধে অর্থ সংগ্রহ করার লক্ষ্যে তিনি দাতব্য প্রতিষ্ঠান মেরি কে অ্যাশ চ্যারিটেবল ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।
অ্যাশ ১৯৯৪ সালে তার আত্মজীবনী ‘মেরি কে’ প্রকাশ করেন। এছাড়াও ‘মিরাকেলস হ্যাপেন‘, ‘ইউ ক্যান হ্যাভ ইট অল’, ‘পিপল ম্যানেজমেন্ট অন মেরি কে’সহ বেশ কয়েকটি বইয়ের লেখেন।
অ্যাশ ২০০১ সালের ২২ নভেম্বর টেক্সাসের ডালাসে মৃত্যুবরণ করেন।
তার একটি উক্তি-
“নেতার গতির উপর অনুসারীদের
গতি নির্ভর করে।”