প্যালেস্টাইন লেখা ব্যাগ কাঁধে নিয়ে পার্লামেন্টে ঢুকেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রভাবশালী আইনপ্রণেতা প্রিয়াঙ্কা গান্ধী। এই নিয়ে সদ্য নির্বাচিত আইনপ্রণেতাকে নিশানা করতে ছাড়েনি ক্ষমতাসীন বিজেপি। একে খবরের শিরোনাম হওয়ার অপচেষ্টা বলে তীব্র সমালোচনা করেছে গেরুয়া শিবির।
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বিজেপির এমন অভিযোগকে 'নেহাত পুরুষতান্ত্রিক মানসিকতা' বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, 'আমি কী পরবো, সেটা কে ঠিক করবে এখন? সেটা কে ঠিক করবে? এটা তো পুরোটাই পুরুষতান্ত্রিক চিন্তা যে আমরা নারীরা কী পরবো তাও ঠিক করবেন তারা। আমি এর সঙ্গে একমত নই। আমি যা চাইবো, তাই পরবো।' উপস্থিত এক নারী সাংবাদিককে এমন জবাব দেন তিনি। ওই ব্যাগ নিয়ে গতকাল (১৬ ডিসেম্বর) সংসদে বড় বিতর্কের সৃষ্টি হয়।
ব্যাগটি সবার সামনে তুলে ধরে তিনি বলেন, 'আমি বহুবার বলেছি আমার বিশ্বাস কী বিষয় নিয়ে তাড়িত হয়। যদি আমার টুইটার হ্যান্ডেল দেখেন, সেখানে আমার সমস্ত মন্তব্য রয়েছে।' খবর এনডিটিভির।
ওই ব্যাগটি, যা ওয়েনাড থেকে নির্বাচিত সাংসদ গতকাল সংসদে নিয়ে গিয়েছিলেন। তাতে বড় অক্ষরে ইংরেজিতে 'প্যালেস্টাইন (ফিলিস্তিন)' লেখা ছিল। এছাড়া তাতে একটি প্রতীকী তরমুজ ছিল, যা ফিলিস্তিনের প্রতি সংহতির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সশস্ত্র শাসকগোষ্ঠী হামাসের ইসরায়েল আক্রমণের জেরে গত বছরের ৭ অক্টোবর গাজায় আক্রমণ শুরু করে তেলআবিব। তবে শুরু থেকে নেতানিয়াহু বাহিনীর এমন বরর্বোরচিত হামলার বিরুদ্ধে সোচ্চার রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী।
কয়েকদিন আগেই গাজায় ‘গণহত্যা’ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন সোনিয়াকন্যা প্রিয়াঙ্কা। এবার বিশেষ ব্যাগ কাঁধে নিয়ে ফিলিস্তিনিদের সমর্থনে বার্তা দিলেন তিনি।
প্যালেস্টাইন লেখা ব্যাগ কাঁধে নিয়ে পার্লামেন্টে ঢুকেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রভাবশালী আইনপ্রণেতা প্রিয়াঙ্কা গান্ধী। এই নিয়ে সদ্য নির্বাচিত আইনপ্রণেতাকে নিশানা করতে ছাড়েনি ক্ষমতাসীন বিজেপি। একে খবরের শিরোনাম হওয়ার অপচেষ্টা বলে তীব্র সমালোচনা করেছে গেরুয়া শিবির।