প্রশংসা পাচ্ছেন মেহজাবীন, যা বলছেন তারকা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনয় ক্যারিয়ারে এক যুগের বেশি সময় পর নতুন সূচনা করলেন অভিনেত্রী। কারণ, মেহজাবীনের সিনেমা মুক্তি পেয়েছে গত ২০ ডিসেম্বর। সিনেমার নাম ‘প্রিয় মালতী’। তরুণ নির্মাতা শঙ্খ দাশগুপ্ত সিনেমাটি পরিচালনা করেছেন। বড় পর্দায় অভিষেকের পর থেকেই প্রশংসা পাচ্ছেন মেহজাবীন।

সম্প্রতি ‘প্রিয় মালতী’ সিনেমাটির বিশেষ একটি প্রদর্শনী হয়েছে যেখানে উপস্থিত ছিলেন অনেক দেশের অনেক গুণী তারকারা। সিনেমাটি শেষে তারা মেহজাবীনের প্রশংসা করেন। দেখা যায়, অভিনেত্রী, নির্মাতা আফসানা মিমিকে কাছে পেতেই গুরু বলে সম্বোধন করলেন অভিনেত্রী মেহজাবীন। তিনি জানান অভিনয় শুরু করার আগে প্রতিযোগিতার সময় শিক্ষক হিসেবে পেয়েছিলেন দেশ বরেণ্য অভিনেত্রী আফসানা মিমিকে পেয়ে ছিলেন। অভিনয়, সংলাপের খুঁটিনাটি বিষয়গুলোর সঙ্গে মেহজাবীনের পরিচয় তার কাছ থেকেই। শেখার শুরুটাও আফসানা মিমির কাছেই।

আফসানা মিমিও এসেছিলেন ‘প্রিয় মালতী’ সিনেমা দেখতে। বড় পর্দায় মেহজাবীন কেমন করেছে জানতে চাইলে গুরু আফসানা মিমি জানান, তার শিষ্য 

অভিনেত্রী জয়া আহসান ভালোবাসার আলিঙ্গনে সিক্ত করেছেন মেহজাবীনকে। সিনেমা দেখা শেষে জয়া বলেন, অনেককেই বলতে শুনলাম, মেহজাবীন সিনেমায় আরও আগে কেন আসেনি। আমার মনে হয়, এত পরিপক্ব একটা কাজ করবে বলেই হয়তো এত দেরি।

অভিনেত্রী, প্রযোজক নুসরাত ইমরোজ তিশা বলেন, মেহজাবীনকে অনেক অনেক শুভেচ্ছা। সঙ্গে এর নির্মাতা ও পুরো টিমকে আমি ধন্যবাদ দিতে চাই, এত সুন্দর একটা সিনেমা উপহার দেবার জন্য। এছাড়াও অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ রুনা খান, নাবিলা, তমা মীর্জা, অভিনেতা ইন্তেখাব দিনার, সোহেল মন্ডল, নির্মাতা রায়হান রাফি, আহমেদ শাওকী, রাকা নওশীন নাওয়ার, প্রযোজক শাহরিয়ার শাকিল শুভেচ্ছা জানিয়েছেন ‘প্রিয় মালতী’ টিম এবং মেহজাবীনকে।

ভালোবাসায় সিক্ত মেহজাবীন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, যেটা আশা করেছিলাম, সেরকম সাড়া পাচ্ছি। সিনেমাটি সবার ভালো লাগছে এটাই আমাদের প্রত্যাশা ছিল এবং প্রতিক্রিয়াগুলো আমাদের উৎসাহ দিচ্ছে, আমাদের চেষ্টা সার্থক মনে হচ্ছে।

প্রসঙ্গত ‘প্রিয় মালতী’ সিনেমার মালতী চরিত্রটি সংগ্রামের আর সেই চরিত্রেই অভিনয় করেছেন মেহজাবীন। সামাজিক, অর্থনৈতিক, মানসিক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় চরিত্রটিকে। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে। জীবন সংগ্রামের পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্ন করেছেন পরিচালক। সিনেমাটি পেয়েছে ইউ গ্রেডের সেন্সর সার্টিফিকেট, অর্থাৎ সব বয়সী দর্শকরা এটি দেখতে পারবেন।

‘প্রিয় মালতী’তে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভি রিজু, আনিসুল হক বরুণ, নাদের চৌধুরীসহ অনেকে। এরই মধ্যে সিনেমাটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে। মর্যাদাপূর্ণ দুই উৎসবেই অফিসিয়ালি সিলেক্ট হওয়া ’প্রিয় মালতী’ পেয়েছে ব্যাপক প্রশংসা।

Share this news on:

সর্বশেষ

img
অবৈধ বিদেশি নাগরিকদের বৈধতা নিতে সময় বেঁধে দিলো সরকার Dec 26, 2024
img
পূর্বাচলে হাসিনা পরিবারের একাধিক প্লট, দুদকের অনুসন্ধান শুরু Dec 26, 2024
img
সচিবালয়ে আগুন : ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন Dec 26, 2024
img
ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের ৪ জন নিহত Dec 26, 2024
img
অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত Dec 26, 2024
img
গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ Dec 26, 2024
img
লামায় ত্রিপুরাদের ঘরে অগ্নিসংযোগের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা Dec 26, 2024
img
সচিবালয়ে আগুন: নাশকতার সন্দেহ উপদেষ্টা আসিফ মাহমুদের, দিলেন হুঁশিয়ারি Dec 26, 2024
img
ইসরায়েলি হামলায় গাজার হাসপাতালের কাছে পাঁচ সাংবাদিক নিহত Dec 26, 2024
img
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি হবে:স্বরাষ্ট্র উপদেষ্টা Dec 26, 2024