লজীবনের নতুন অধ্যায় শুরু করলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আরমান মালিক। তার স্ত্রীর নাম আশনা শ্রফ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করে এ সুখবর জানিয়েছেন গায়ক।
আরমান মালিক ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে তাতে ক্যাপশনে লিখেছেন, ‘তুমি আমার ঘর।’ ছবিতে দেখা গেছে চোখে চোখ রেখে কল্পনার জগতে ভেসে বেড়াচ্ছেন আরমান-আশনা। যা মুগ্ধ করেছে নেটিজেনদের।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আশনা সেজেছিলেন কমলা রঙের লেহেঙ্গায়। আর গায়কের পরনে ছিল কমলা রঙের শেরওয়ানি স্যুট।
এর আগে ২০২৩ সালের আগস্টে বাগদান সম্পন্ন করেন আরমান-আশনা। আর বাগদানের প্রায় দেড় বছর পর বিয়েবন্ধনে আবদ্ধ হলেন তারা।
জানা গেছে, গায়কের স্ত্রী আশনা একজন ভারতীয় ফ্যাশন, বিউটি ভ্লগার ও ইউটিউবার। এর আগে কসমোপলিটান লাক্সারি ফ্যাশন ইনফ্লুয়েন্সার অব দ্য ইয়ার-২০২৩ নির্বাচিত হয়েছেন আশনা।
প্রসঙ্গত, আরমান মালিক একাধারে একজন সংগীত পরিচালক, গীতিকার, ভয়েস আর্টিস্ট ও প্রযোজক। বলিউডের অনেক সিনেমায় প্লেব্যাক করেছেন তিনি। হিন্দি ভাষার পাশাপাশি বাংলা, ইংরেজি, তামিল, মারাঠি, কন্নড়, পাঞ্জাবি ও উর্দুসহ বিভিন্ন ভাষায় গান করেছেন এ শিল্পী।