গাজাজুড়ে ইসরায়েলি বিমান হামলায় দুই দিনে নিহত ১৩৮

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বরতা থামছেই না। গত দুই দিনে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ১৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন বহু মানুষ।

আজ শনিবার (৪ জানুয়ারি) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গাজাজুড়ে ইসলায়েলি বাহিনীর তীব্র বিমান হামলায় গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) অন্তত ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আগের দিন বৃহস্পতিবার উপত্যকাটিতে বর্বর ইসরালের হামলায় অন্তত ৭৭ জন প্রাণ হারান।

ফিলিস্তিনে এ নিয়ে গত ১৫ মাস ধরে দখলদার ইসরায়েলের চালানো হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৬৫৮ জনে। এ ছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়াকে ইসরায়েলি বাহিনী আটক করার ঘটনা গাজার স্বাস্থ্যসেবা খাতকে ‘নিশ্চিহ্নে’ বৃহত্তর প্রচেষ্টার অংশ।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজার ২৭টি স্বাস্থ্যকেন্দ্রে ১৩৬টি ইসরায়েলি হামলা রেকর্ড করেছে। এতে ‘উল্লেখযোগ্য মৃত্যু ও ধ্বংস’ হয়েছে।

এদিকে, উদ্ধারকারীরা যেতে না পারায় এখনও বহু মানুষ হামলায় ধ্বংস হওয়া ভবনের নিচে চাপা পড়েছেন। তাদের অনেকে মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল।

ইসরায়েলের নির্বিচার হামলা থেকে বাদ যায়নি এই উপত্যকার মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থী শিবিরও।

ইসরায়েলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। বর্বর এ বাহিনীর নির্বিচার হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।
ইসরায়েল-ফিলিস্তিন গাজা হামলা ফিলিস্তিন

Share this news on:

সর্বশেষ

img
বিমানবন্দরের পথে খালেদা জিয়া Jan 07, 2025
img
শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল Jan 07, 2025
img
খালেদাকে বিদায়ী শুভেচ্ছা জানাতে ফিরোজার সামনে নেতাকর্মীদের ভিড় Jan 07, 2025
img
জুনের শেষ সপ্তাহে এইচএসসি পরীক্ষা Jan 07, 2025
img
রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন: প্রেস সচিব Jan 07, 2025
img
হেরেই চলেছে শাকিব খানের ঢাকা, টানা পঞ্চম জয় রংপুরের Jan 07, 2025
img
সচিবালয়ে গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া Jan 07, 2025
img
বশেমুরকৃবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত Jan 07, 2025
img
ঋণের নামে ১১১৪ কোটি টাকা ভাগাভাগি, জড়িত এস আলমের দুই ছেলে Jan 07, 2025
img
ফটকে ‘বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার টানালেন তিতুমীরের শিক্ষার্থীরা Jan 07, 2025