ভয় দেখাতে গিয়ে পছন্দের মেয়েকে হত্যা

গাজীপুর জেলার কোনাবাড়ী আমবাগ পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা ১৯ বছর বয়সী কলেজছাত্র মোস্তাকিম রহমান ওরফে রাজু। পছন্দ করেন একই এলাকার বাসিন্দা কলেজছাত্রী শারমিন আক্তারকে। অনেক দিন ধরেই শারমিনকে ভালোবাসেন মোস্তাকিম। এরই মধ্যে তাদের দুজনের আলাপ–আলোচনাও হয়েছে। শারমিনকে একদিন প্রেমের প্রস্তাব দেন মোস্তাকিম। কিন্তু প্রস্তাব প্রত্যাখ্যান করেন শারমিন। শুধু তাই নয়, তাকে বিরক্ত না করার জন্য অনুরোধও করেন শারমিন।

তারপরও মোস্তাকিম বিভিন্ন সময়ে তার সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা অব্যাহত রাখেন। একপর্যায়ে শারমিনকে বিয়েরও প্রস্তাব দেয়া হয়। সেই প্রস্তাবেও রাজি না হওয়ায় তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়, যাতে ভয়ে তাকে বিয়ে করতে রাজি হন। এরপর পাঁচ–ছয় দিন কলেজে যাওয়া বন্ধ করে দেন শারমিন। এরপর যখন কলেজে আসা শুরু করেন, আবারও তাকে প্রস্তাব দিলে তাকে ফিরিয়ে দেয়া হয়। তাকে বারবার ফিরিয়ে দেয়ায় এক বন্ধুর কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু ধার করেন মোস্তাকিম। আর এই চাকু নেন শারমিনকে ভয় দেখানোর জন্য। গত বুধবার(১৭ এপ্রিল) কলেজ থেকে বাড়ি ফেরার পথে কোনাবাড়ী কাঁচাবাজার এলাকায় গতিরোধ করলে শারমিন ক্ষিপ্ত হয়ে তাকে (মোস্তাকিম) একটি থাপ্পড় মারেন। এ সময় মোস্তাকিম নিজের পকেট থেকে চাকু বের করে তার গলার নিচে আঘাত করে পালিয়ে যান।

শারমিন হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তাকিম আদালতে দেয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য দিয়েছেন। গত বৃহস্পতিবার বিকালে গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক মো. হামিদুল ইসলাম এই জবানবন্দি গ্রহণ করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কোনাবাড়ী মেট্রোপলিটন থানার পরিদর্শক কালিন্দনাথ গোলদার জানান, মোস্তাকিম রহমানকে গ্রেপ্তারের পর গত বৃহস্পতিবার বিকালে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। আদালতে বিচারকের সামনে হত্যার কথা স্বীকার করায় রিমান্ড আবেদন নামঞ্জুর করা হয়। জবানবন্দি গ্রহণ শেষে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

শুক্রবার সকালে কোনাবাড়ী আমবাগ এলাকায় শারমিনের বাড়িতে গিয়ে দেখা গেছে, এখনো মাতম চলছে। শারমিনের ঘরের সামনে বসে কান্না করছেন মা তাসলিমা বেগম। আশপাশের প্রতিবেশীরা নানা কথা বলে সান্ত্বনা দেয়ার চেষ্টা করছেন।

মা তাসলিমা বেগম বলেন, ‘এক মাসও হয়নি মেয়েটিকে বিরক্ত করায় ওই ছেলের মায়ের কাছে বিচার দিয়েছিলাম। তখন তারা এর জন্য ক্ষমাও চেয়েছিলেন। যার কারণে আমরা আর পুলিশের কাছে যাইনি। তারা কথাও দিয়েছিলেন, আমার মেয়েকে আর বিরক্ত করা হবে না। তখন আইনের আশ্রয় নিলে আজ হয়তো মেয়েটারে হারাতে হতো না।’

শারমিনের পিতা গাড়িচালক শফিকুল ইসলাম বলেন, ‘বাজারের ব্যবসায়ীরাও দেখেছেন, আর ওই আসামিও আদালতে হত্যার কথা স্বীকার করেছেন। এখন হত্যাকারীর ফাঁসি চাই।’

কোনাবাড়ী আমবাগ পশ্চিমপাড়া এলাকায় জালাল উদ্দিনের বাড়িতে ভাড়া থাকে মোস্তাকিমের পরিবার। তার পিতা আগে নিরাপত্তাপ্রহরীর চাকরি করতেন, আর মা একটি ঝুটের গোডাউনে কাজ করেন। ওই বাড়িতে গিয়ে দেখা গেছে, ঘরের দরজায় তালা ঝুলছে।

বাড়ির মালিক জালাল উদ্দিন জানান, কাউকে কিছু না বলেই ঘরে তালা দিয়ে তারা পালিয়েছে। এর আগেও মোস্তাকিমের বিরুদ্ধে মেয়েঘটিত বিষয়ে অভিযোগ এসেছে। ছেলেটি কলেজে পড়লেও নিয়মিত কলেজে যেতেন না। বখাটে ছেলেদের সঙ্গে ঘোরাঘুরি করতেন। এর আগেও অন্য একটি মেয়েকে উত্ত্যক্ত করার বিষয়ে বাড়িতে সালিস হয়েছিল। তখনো ক্ষমা চেয়ে রক্ষা পান তারা।

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, গ্রেপ্তার মোস্তাকিম আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। মোস্তাকিমের ছুরির আঘাতে শারমিনের শ্বাসনালি কেটে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

ওই মামলার নামীয় আসামি মো. শামিম (২০), মো হায়দার (২০), মো. জুয়েল (১৯) ও মো. রোমানকে (২০) গ্রেপ্তার করতে অভিযান চলছে।

গত বুধবার শারমিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় মানুষ ধাওয়া করে মোস্তাকিমকে আটক করে পুলিশে দেন।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
সম্পদ অর্জনে এমপিদের চেয়ে চেয়ারম্যানরা এগিয়ে, টিআইবির বিশ্লেষণ May 06, 2024
img
হিলি স্থলবন্দর দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি May 06, 2024
img
রাজধানীর যেসব স্থানে বসবে কোরবানির পশুর হাট May 06, 2024
img
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়া দেখলেই পানি স্প্রে May 06, 2024
img
দুপুরের মধ্যে ৮০ কিমি. বেগে বৃষ্টির আভাস, নৌ বন্দরে ২ নম্বর সংকেত May 06, 2024
img
হামাসের হামলায় ইসরায়েলের ৩ সেনা নিহত, বন্ধ কেরাম শালোম ক্রসিং May 06, 2024
img
পাঁচ দিনের সফরে ঢাকায় আইওএম'র মহাপরিচালক May 06, 2024
img
রাজধানীতে ঝড়ো হাওয়ার সঙ্গে নামল শিলাবৃষ্টি May 05, 2024
img
রিয়াদ-হৃদয়ের ব্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেটের জয় বাংলাদেশের May 05, 2024
img
তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি: পরীমণি May 05, 2024