‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ’

অনেক জল্পনা কল্পনার পর অবশেষে গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নেই তামিম, সাকিব ও লিটন দাসের মত অভিজ্ঞ ক্রিকেটারদের নাম। 

তবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ, এমনটা আশা করছেন  ইংলিশ ওপেনার আলেক্স হেলস। 

বাংলাদেশ ছাড়ার আগে গণমাধ্রমকে এক সাক্ষাৎকারে এ  ক্রিকেটার বলেন, ‘ আমার মনে হয় বাংলাদেশের ভালো সুযোগ রয়েছে। কারণ উপমহাদেশের কন্ডিশনে বাংলাদেশ ভালো করছে। তাই তাদের সুযোগ দেখছি। এই টুর্নামেন্টে অনেক এক্সাইটিং ক্রিকেটার আছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের জন্য শুভকামনা। আমার মনে হয় ভারত অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারে।’

এবারের বিপিএলে রংপুর রাইডার্স যেভাবে উড়ছে, তাতে বড় অবদান ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার আলেক্স হেলসের। ৬ ম্যাচ খেলে ২১৮ রান করেছেন এই ওপেনার। তবে আইএলটি২০ খেলতে এখন তিনি সংযুক্ত আরব আমিরাতে। বাংলাদেশ ছাড়ার আগে তিনি  টাইগার সমর্থকদের শুনিয়ে গেলেন আশার বাণী।

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে গ্রুপ ‘এ’-তে রয়েছে বাংলাদেশ। স্বাগতিক পাকিস্তান ছাড়াও বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত এবং নিউজিল্যান্ড।  ৮ দলের টুর্নামেন্টের এর আগের আসরে নিউজিল্যান্ডকে ঐতিহাসিক ম্যাচে হারিয়ে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। আবার ভারতের কাছে সেমিতে হেরে দেশে ফিরতে হয়েছিল টাইগারদের।

Share this news on:

সর্বশেষ