আফগানিস্তানের ক্রিকেটের মি. প্রেসিডেন্ট খ্যাত মোহাম্মদ নবীর পুত্র রোহান ইশাখিল ফরচুন বরিশালের অনুশীলনে এসে সবার নজর কেড়েছে। চট্টগ্রামে বিপিএলের পর্ব শুরু হওয়ার আগে বাবার সঙ্গে রোহান মাঠে এসে জানিয়ে দিল, ক্রিকেট যেন তার রক্তে মিশে আছে।
কাঁধে কিট ব্যাগ নিয়ে স্টেডিয়ামে প্রবেশের দৃশ্যেই বোঝা গেল, রোহান তার বাবার পথেই হাঁটছে। অনুশীলনে ফুটবল নিয়ে গা গরম করার পর রোহান ব্যাট হাতে নেমে পড়ে ড্রিল ও ব্যাটিং অনুশীলনে। বাবার মতো পেশাদার ক্রিকেটার হতে রোহান যেন কোনো ছাড় দিতে রাজি নয়।
নবীর চার সন্তানের মধ্যে তিনজন ছেলে, যারা সবাই ক্রিকেটের সঙ্গে যুক্ত। ইতোমধ্যে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগে ১৮টি টি টোয়েন্টি ম্যাচ খেলে তিনটি ফিফটি করেছেন বড় ছেলে হাসান খান । মেজো ছেলে রেহান এবং ছোট ছেলে রোহানও ক্রিকেটে নিজেদের ভবিষ্যৎ খুঁজছে।
ফরচুন বরিশালের অনুশীলনে রোহানের উপস্থিতি যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি নবীর পরিবারে ক্রিকেটের ঐতিহ্য আরও একবার ফুটে উঠেছে। চট্টগ্রাম পর্বের আগে এই দৃশ্য বিপিএলের দর্শকদের জন্য এক অন্যরকম আকর্ষণ।
টিএ/