দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বর্জন এবং ম্যাচ বয়কটের হুমকির পেছনে উঠে এলো অদ্ভুত এক কারণ। দলটির কর্ণধারের স্ত্রীর ব্যাংকক সফরই নাকি বেতন বিলম্বের মূল কারণ।
ঘটনা শুরু হয় রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহানের এক ছক্কা থেকে। ছক্কার বলটি সাইডলাইনে বসে থাকা কর্ণধারের স্ত্রীর পায়ে আঘাত হানে। আঘাতের ফলে তাঁর পায়ে চিড় ধরায় তাঁকে চিকিৎসার জন্য দ্রুত ব্যাংকক যেতে হয়। এই ঘটনার জেরে ক্রিকেটারদের চেক বাউন্সের সমস্যাও তৈরি হয়।
দুর্বার রাজশাহীর অপারেশন ইন-চার্জ জায়েদ আহমেদ জানান, চেক জমা দেওয়ার বিষয়ে ক্রিকেটারদের সতর্ক করা হয়েছিল। তবে ২-১ জন তা ভুলে জমা দেন। এতে ব্যাংক থেকে চেক বাউন্সের বার্তা আসে।
এদিকে, পারিশ্রমিক না পাওয়ায় ক্রিকেটারদের ক্ষোভ চরমে পৌঁছেছে। বুধবার অনুশীলন বর্জনের পর তারা বৃহস্পতিবারের মধ্যে বেতন না পেলে শুক্রবার ম্যাচ বয়কটের হুমকিও দেয় ক্রিকেটাররা। তবে জায়েদ আহমেদ দাবি করেন, ক্রিকেটারদের বিশ্রামের কারনেই অনুশীলন বর্জন করা হয়েছিলো।