গলায় বিস্কুট আটকে শিশুর মৃত্যু

কন্যাশিশুটির বয়স তিন বছর। বাড়ি মেহেরপুর গাংনি উপজেলার নিত্যনন্দপুর গ্রামে। শনিবার বেলা ১১টার দিকে বাবা মিলন মন্ডল কলেজে ছিলেন। মা তাপসী মন্ডল সংসারের কাজে ব্যস্ত। এ সময় একমাত্র কন্যা সন্তান মিতা বাড়িতে রাখা বিস্কুট খাওয়া শুরু করে।

এক পর্যায়ে গলায় বিস্কুট আটকে গেলে তার মা তাপসী মন্ডল টের পান। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল শিশুটির। অবস্থা বেগতিক দেখে তাকে বাঁচানোর চেষ্টা করেন। এরপর দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিতা মেহেরপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মিলন মন্ডলের মেয়ে।

গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সজিব উদ্দীন স্বাধীন জানান, গলায় বিস্কুট আটকে শ্বাসকষ্টে শিশুটি মারা গেছে। হাসপাতালে যখন আনা হয় তখন সে মৃত ছিল।

 

টাইমস/এসআই

Share this news on: