শিগগিরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডনাল্ড ট্রাম্প। সে আয়োজন ঘিরে ব্যস্ত সময় পার করছে ওয়াশিংটন ও হোয়াইট হাউস। এবারই প্রথম যুক্তরাষ্ট্রের রীতি ভেঙে ট্রাম্পের অভিষেক আয়োজনে আমন্ত্রণ পেয়েছেন বেশ কয়েকজন বিশ্বনেতা। আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, এল সাদভাদরের প্রেসিডেন্ট নাঈব বুকেলে, ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারো এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নিমন্ত্রণ করেছেন ট্রাম্প নিজেই।
তবে তালিকায় নাম নেই ট্রাম্পের কাছের মানুষ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বরং মোদীর জায়গায় ট্রাম্পের অভিষেকে ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অবশ্য জয়শঙ্কর যে আমন্ত্রণপত্র ট্রাম্পের শপথে যাচ্ছেন তা মোদিকে, নাকি খোদ জয়শংকরকে পাঠানো হয়েছে- তা নিয়ে মুখ খোলেনি সরকার পক্ষের কেউ।
ভারতে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর এরিক গারসেত্তি জানান, শপথে কারা আমন্ত্রণ পেয়েছেন সে তালিকা তিনি দেখেননি। শপথে কারা যাচ্ছেন সেটি বড় ইস্যু নয় উল্লেখ করে তিনি জানান, খুব শিগগিরই প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ট্রাম্প। এছাড়া এ বছর কোয়াড সম্মেলন আয়োজন করবে ভারত। কাজেই এ বছরই ভারত সফর করতে যাচ্ছেন ট্রাম্প।
ট্রাম্প প্রশাসনের ন্যাশনাল সিকিউরিটি এডভাইজারের দায়িত্ব নেবেন মাইক ওয়াল্টজ। এমনটিই নিশ্চিত করেন গারসেত্তি। মাইক ওয়াল্টজ প্রতিনিধি পরিষদে ভারতীয় রাজনৈতিক সমিতির চেয়ারম্যান। এদিকে যুক্তরাষ্ট্রের ফরেইন সেক্রেটারি হিসেবে মার্কো রুবিওকে মনোনীত করেছেন ট্রাম্প। রুবিও ভারত-যুক্তরাষ্ট্র সামরিক-কৌশলগত সম্পর্ককে গভীর করার আইন উত্থাপন করেছিলেন। তাকে ভারতঘেঁষা যুক্তরাষ্ট্রের কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয়।
টিএ/