টি-টোয়েন্টিতে মালয়েশিয়ার সর্বনিম্ন রানের রেকর্ড

মালয়েশিয়ায় চলছে অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ২৩ রানে অলআউট হয়ে বিশ্বরেকর্ড গড়েছে মালয়েশিয়া মহিলা ক্রিকেট দল । বিশ্বকাপের ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। এই লজ্জাজনক পরাজয়ে পয়েন্ট টেবিলের একেবারে নিচে নামল স্বাগতিকরা।

রোববার (১৯ই জানুয়ারি) শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে। জবাবে ব্যাটে নেমে ১৪.১ ওভারে ২৩ রানে গুটিয়ে যায় স্বাগতিক দল। ১৩৯ রানে জয় পায় লঙ্কান মেয়েরা।

মালয়েশিয়ার ছয়জন ব্যাটারই রানের খাতা খুলতে ব্যর্থ হন। সর্বোচ্চ ৭ রান আসে নুর আলিয়া হাইরুনের ব্যাট থেকে। এর মধ্যে একমাত্র আশার আলো ছিল অতিরিক্ত খাত থেকে পাওয়া ৭ রান। শ্রীলঙ্কার বোলার চামোদি পারবোদা মাত্র ৪ ওভারে ৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। লিমানসা থিলাকরত্ন এবং মানুদি নানাইয়াকরা প্রত্যেকে দুটি করে উইকেট নেন।

এটি ছিলো টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রান, এবং মেয়েদের ক্রিকেটে সর্বনিম্ন রান। এর আগে ২৫ রান নিয়ে রেকর্ড ছিল জিম্বাবুয়ের।

টিএ/

Share this news on: