ট্রাম্পের আশ্বাসে যুক্তরাষ্ট্রে ফের চালু টিকটক

যুক্তরাষ্ট্রের প্ল্যাটফর্মে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক বন্ধের পরদিনই ফের চালু হলো অ্যাপটি। প্রেসিডেন্টের আনুষ্ঠানিক দায়িত্ব নিয়েই টিকটককে ছাড় দিতে নির্বাহী আদেশ জারি করবেন বলে মৌখিক ঘোষণা দেন ডনাল্ড ট্রাম্প। তার আশ্বাসেই যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটি ব্যবহারকারীর জন্য অ্যাপটির সেবা ফের চালু করল কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের ২৪ এপ্রিল ‘প্রোটেকটিং আমেরিকানস ফ্রম ফরেইন অ্যাডভারসারি কন্ট্রোলড অ্যাপলিকেশন অ্যাক্ট’ নামের একটি বিলে সই করলে দেশটিতে হুমকির মুখে পড়ে টিকটক। বাইডেন প্রশাসনের অভিযোগ, অ্যাপের নির্মাতা চীনা প্রতিষ্ঠান বাইট ড্যান্স যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য চীন সরকারকে হস্তান্তর করছে।

জাতীয় নিরাপত্তা ইস্যুতে টিকটক বন্ধের নতুন আইন কার্যকরের সিদ্ধান্তে অটল ছিল বাইডেন প্রশাসনের সাথে একাত্মতা জানিয়ে একই আদেশ বহাল রাখে দেশটির সুপ্রিমকোর্ট। এমন পরিস্থিতিতে টিকটকের ওপর নিষেধাজ্ঞা কার্যকরের আগেই যুক্তরাষ্ট্রের প্ল্যাটফর্মে অ্যাপটি বন্ধ করে দেয় মালিকপক্ষ বাইট ড্যান্স।

এমন অবস্থায় গৃহীত আইনটি বাস্তবায়নে বিলম্ব এবং মালিকপক্ষের সঙ্গে নতুন চুক্তিতে পৌঁছাতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপ চায় টিকটক কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের কথা বিবেচনা করে অ্যাপটিতে নিষেধাজ্ঞা কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে এসে আলোচনার পথ খুলে দেন ট্রাম্প।

তার প্রতিশ্রুতির পরপরই টিকটক জানায়, তাদের ‘পরিষেবা পুনরুদ্ধার’ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের কাছে একটি পপআপ বার্তায় ট্রাম্পের নাম উল্লেখ করে ধন্যবাদ জানায় অ্যাপ কর্তৃপক্ষ।

টিকটক নিষেধাজ্ঞার ইস্যুটি দ্রুত সময়ে সমাধানের পথ খুঁজতে ট্রাম্পের আশ্বাসের পর তাকে ধন্যবাদ জানান টিকটকের প্রধান নির্বাহী শো জি চিউও। ট্রাম্পের শপথ অনুষ্ঠানেও তিনি উপস্থিত থাকবেন বলেও আশা করা হচ্ছে।

টিএ/

Share this news on: