বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল যেন এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে। রংপুর রাইডার্সের বিপক্ষে অ্যালেক্স হেলসের সঙ্গে উত্তেজনা কিংবা ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সাব্বির রহমানের ফেক ফিল্ডিং নিয়ে রাগান্বিত প্রতিক্রিয়া। তামিমের আচরণ যেন বারবারই শিরোনাম তৈরি করছে।
সর্বশেষ চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচে ডেভিড ম্যালানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হন তামিম ইকবাল। বল কাভারে ঠেলে এক রান নেওয়ার উদ্যোগ নিয়েছিলেন ম্যালান। তামিমও সাড়া দেন, তবে রান নেওয়া সম্ভব নয় বুঝতে পেরে ম্যালান থেমে যান। নন-স্ট্রাইক প্রান্তে থাকা তামিম তখন রানআউট হয়ে মাঠ ছাড়েন। ঘটনাটির পর ডাগআউটে বিরক্ত তামিমকে দেখা যায়।
এরপর টিভি ক্যামেরায় দেখা যায়, উত্তেজিত ম্যালান কিছু বলছেন। অনেকেই ভেবেছিলেন, হয়তো তামিমের ওপর ক্ষুব্ধ ম্যালান। কিন্তু বাস্তবে, ম্যালান বিরক্তি প্রকাশ করছিলেন প্রতিপক্ষের এক ফিল্ডারের কথায়।
এ বিষয়ে ফেসবুকে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তামিম। তিনি লিখেছেন, ম্যালানের সঙ্গে আমার কোনো ঝামেলা হয়নি। রানআউট হওয়ার পরই ম্যালান আমাকে সরি বলেছে। মাঠের উত্তেজনার মধ্যে প্রতিপক্ষের এক ফিল্ডার ম্যালানকে কিছু বলেছিল, যা তাকে খেপিয়ে তোলে।
তামিম আরও বলেন, মাঠের ঘটনা টিভি ক্যামেরায় পুরোপুরি ধরা পড়ে না। দু-একটি দৃশ্য দেখে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়।
বিপিএল’এর মতো প্রতিযোগিতায় মাঠের উত্তেজনা স্বাভাবিক। তবে তা নিয়ে ভুল বোঝাবুঝি বা গুজব ছড়ানো থেকে বিরত থাকাই উত্তম। তামিমের কথায় বিষয়টি আবারও পরিষ্কার হলো।
টিএ/