ড. ইউনূসকে বেইজিং নিতে কেন এতো আগ্রহ চীনের?

৫ দশক পূর্তির দ্বারপ্রান্তে বাংলাদেশ–চীন সম্পর্ক। রাজনৈতিক পালাবদলে কূটনৈতিক সখ্যতা বৃদ্ধির আশায় পদক্ষেপ নিতে এগিয়ে আসছে দুদেশ। সে লক্ষে দুদেশের কূটনৈতিক অঙ্গনে সর্বোচ্চ পর্যায়ে আলোচনায় আগ্রহী বেইজিং। এমনকি বাংলাদেশে তিস্তা প্রকল্প নিয়ে এখনও আগ্রহ রয়েছে দেশাটির। তাই দুদেশের সম্পর্কের ৫ দশক পূর্তিতে, অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের বাংলাদেশকে আমন্ত্রন জানাচ্ছে চীন।

জানা গেছে, আগামী ২৭ ও ২৮ মার্চ বেইজিংয়ে অনুষ্ঠেয় বাও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দিতে, ইতিমধ্যে আমন্ত্রন পেয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বেইজিংয়ে তার সফর নিশ্চিত করতে বেশ আগ্রহী দেশটির সরকার। এমনকি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে বেইজিং সফরে নিতে চীনের পক্ষ থেকে ভাড়া করা উড়োজাহাজ পাঠানোর বিষয়টিও উঠে আসছে আলোচনায়।

দ্বিপক্ষীয় সফরে আজ চীন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন। দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠকে সহযোগিতার ক্ষেত্রে স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়ার বিষয়টি আলোচনা হওয়ার কথা রয়েছে। এমনকি দুদেশের সর্বোচ্চ পর্যায়ে প্রস্তাবিত সফরেও নানা খাতে বাংলাদেশকে সহায়তার পাশাপাশি গুরুত্ব পাবে স্বাস্থ্য খাত। আলোচনায় থাকবে ঢাকায় স্থাপিত বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল।

২০১৬ সালে দুদেশের সই হওয়া নদীর পানির টেকসই ব্যবস্থাপনা নিয়ে সমঝোতা স্মারক নবায়ন করার কথা রয়েছে পররাষ্ট্র উপদেষ্টার আসন্ন সফরে। তিস্তা প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘আমরা এই প্রকল্পে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী। এখন বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে কীভাবে এটি বাস্তবায়নের পথে যাবে।’ কূটনৈতিক সূত্রে জানা গেছে, বেইজিংয়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ব্রহ্মপুত্র নদের উজান অংশে চীনের মেগা বাঁধ নির্মাণ নিয়েও হবে আলোচনা।

জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে সুদের হার ২ শতাংশ থেকে কমিয়ে যৌক্তিক পর্যায়ে আনার পাশাপাশি ঋণের প্রতিশ্রুতি ফি দশমিক ৫ শতাংশ বাতিল চাইবে ঢাকা। এছাড়াও রোহিঙ্গা ইস্যুতে চীনের সহযোগিতা চাইবে অন্তর্বর্তী সরকার। তবে সম্ভাব্য এ চীন সফর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘দুই দেশের সম্পর্কের পাঁচ দশক পূর্তি সামনে রেখে সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হবে। আমাদের অগ্রাধিকার থাকবে অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতায়।’

টিএ/

Share this news on: