এক সময়ের দাপুটে অভিনেত্রী তমালিকা কর্মকার। বর্তমানে তাকে আর পর্দায় দেখা যায় না। পাঁচ বছরের বেশি সময় তিনি যুক্তরাষ্ট্রে আছেন। এরমাঝে বেশ কয়েকবার দেশে এসেছেন । সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সক্রিয় এই অভিনেত্রী। জীবনে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় বিভিন্ন সময় পোস্ট করেন তিনি।
এবার সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে জানা গেল তমালিকা কর্মকার জীবনে নতুন অধ্যায়ের সূচনা করেছেন। বিয়ে করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমের অভিনেত্রীর এক পোস্ট জানা গেল সেই খবর।
সোমবার (২০ই জানুয়ারি) সামাজিক মাধ্যমে স্বামী প্রভীনের সঙ্গে ছবি পোস্ট করে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান তমালিকা। ভালোবাসার ইমোজি দিয়ে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী প্রভীন’। ছবিতে দেখা যায় তমালিকার কপালে ভালোবাসার গভীর আবেগে চুমু এঁকে দিচ্ছেন প্রভীন। এই ছবি দেখেই নেটিজেনরা তমালিকা ও প্রভীনকে দম্পতি হিসেবে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছেন।
অভিনেত্রী ও তার স্বামীকে খুব খুশি দেখা যাচ্ছে ছবিগুলোতে, যা থেকে স্পষ্ট তাদের সুখী দাম্পত্য জীবন। তবে, কবে বিয়ে করেছেন তমালিকা, সে বিষয়ে কিছু জানাননি। জানা গেছে, তাদের বিয়ে অনেক আগেই হয়েছে, তবে দুইজনেই ব্যক্তিগতভাবে সংবাদটি প্রকাশ করতে চায়নি। যুক্তরাষ্ট্রে যাওয়ার পরই তাদের পরিচয় এবং পরবর্তী সময়ে প্রেম ও বিয়ে হয়।
তমালিকার পোস্টে অভিনন্দন জানিয়েছেন শিল্পী ও শোবিজ অঙ্গনের অনেকেই, যার মধ্যে আছেন মাসুম রেজা, আঁখি আলমগীর, গোলাম ফরিদা ছন্দা, শ্যামল মাওলা, হৃদি হক প্রমুখ।
টিএ/