বাংলাদেশের ক্রিকেটে অন্যতম আলোচিত নাম সাকিব আল হাসান। তবে এবার শিরোনামে তার খেলার খবরের জন্য নয়, বরং আদালতের গ্রেফতারি পরোয়ানা নিয়ে। এ নিয়ে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই সাকিবের ক্যারিয়ারে দেখা দিয়েছে অনিশ্চয়তা। হত্যা মামলার আসামি হওয়ার পর এবার একটি চেক প্রতারণার মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
সাকিবের এসব বিতর্কের ফলে খেলার মাঠে তার উপস্থিতি ক্ষীণ হয়ে এসেছে। বিদায়ী টেস্ট খেলতে পারেননি দেশের মাটিতে। সুযোগ থাকলেও খেলতে পারেননি বিপিএলে। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সম্ভাবনাও প্রায় শেষ হয়ে গেছে।
১৯ জানুয়ারি জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দেখতে এসে সাকিব ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল। তিনি বলেন, আমি এ বিষয়ে সরাসরি মন্তব্য করব না, এটি আমার বিষয় নয়। তবে খেলা এবং রাজনীতির সম্পর্ক নিয়ে তিনি জানান, খেলোয়াড়দের ক্যারিয়ার চলাকালে রাজনীতিতে জড়ানো উচিত নয়। এটি খেলাধুলার মনোযোগে ব্যাঘাত ঘটাতে পারে।
তবে মির্জা ফকরুল আরো জানান, ক্যারিয়ার শেষে কেউ রাজনীতিতে যেতে চাইলে সেটি তাদের অধিকার। কিন্তু খেলার সময় রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া উচিত নয়। এটি খেলাধুলার পরিবেশ নষ্ট করে।
সাকিবের ক্রিকেট ক্যারিয়ার এবং তার বাইরের বিতর্ক নিয়ে চলছে জোর আলোচনা। তবে এই পরিস্থিতি তার ক্যারিয়ার কোন পথে নিয়ে যাবে, তা এখন সময়ের বেপার।
টিএ/