শোরুম উদ্বোধনে বাঁধার সম্মুখীন হয়ে মুখ খুললেন পরিমনি। ক্ষোভ ঝাড়লেন নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে। যেখানে দেশের বর্তমান পরিস্থিতিতে নিজেকে পরাধীন মনে হচ্ছে বলে দাবি করেছেন তিনি। লিখেছেন, পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এতো বাধা কেন আসবে!? ইনসিকিউর ফিল হচ্ছে। এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা!
পোষ্টে তিনি আরও লিখেছেন, এতো চুপ করে থাকা যায় নাকি! মেহজাবীন, পরশী এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন! ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা!? কি বলার আছে আর? এ দেশে সিনেমা বা বিনোদন সব বন্ধ করে দেয়া হোক তাহলে! তাহলে কি আমরা ধরে নেব, আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন! নাকি এখন হচ্ছি?
জানা গেছে, সম্প্রতি টাঙ্গাইলে একটি প্রসাধনসামগ্রীর শোরুম উদ্বোধনের কথা ছিল চিত্র নায়িকা পরিমনির। তবে, স্থানীয়দের বাধার মুখে অনুষ্ঠানটি শেষ মেশ স্থগিত করতে হয়েছে। এ বিষয়ে শোরুমটির মালিক মীর মাসুদ রানা গণমাধ্যমকে জানান, স্থানীয় একটি পক্ষ থেকে বাধা আসার কারনেই অনুষ্ঠানটি বাতিল করতে হয়েছে। এতে তার বড় অঙ্কের ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই অভিনয় ও অভিনয় বহির্ভূত নানা কারনে আলোচিত – সমালোচিত হয়েছেন চিত্রনায়িকা পরিমনি। এমনকি, মাদক মামলায় ২০২১ সালে কারাগারেও যেতে হয় তাকে। এদিকে চলচিত্রেও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। সর্বশেষ কলকাতায় মুক্তি পেয়েছে পরিমনি অভিনীত চলচ্চিত্র পরিমনি।
টিএ/