‘কারান অর্জুন’ ছবির পরিচালনা করতে গিয়ে রাকেশ রোশনকে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। আর এর প্রধান কারণ ছিলেন ছবির দুই প্রধান নায়ক শাহরুখ খান ও সালমান খান। সম্প্রতি মুক্তি পাওয়া তথ্যচিত্র সিরিজ় ‘দ্য রোশনস’-এ এই বিষয়ে কথা বলেছেন রাকেশ রোশন। তিনি জানিয়েছেন, ছবির শুটিংয়ের সময় প্রতিদিন শুটিংয়ে যাওয়ার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন তিনি।
রাকেশ রোশনের বক্তব্য অনুযায়ী ছবির কাহিনিতে খুব একটা বিশ্বাস ছিল না দুই অভিনেতার। এমনকি তথ্যচিত্রে শাহরুখ নিজেই স্বীকার করেছেন সেই সময়ে তার আচরণ মোটেও ভালো ছিল না। এ কারনে রাকেশ রোশনের স্ত্রী একাধিকবার শাহরুখ ও সালমানকে তিরস্কার করেছিলেন। এই দুই অভিনেতা, যারা আজ 'বাদশাহ' ও 'ভাইজান' নামে পরিচিত, শুটিংয়ের সময় একাধিকবার পরিচালকের ধৈর্যের পরীক্ষা নিয়েছিলেন।
পরিচালক বলেন, “অন্য ছবির তুলনায় ‘কারান অর্জুন’-এর কাজ ছিল সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। প্রতিদিনই নতুন নতুন সমস্যা তৈরি হত। তবু, প্রতিদিন নিজেকে বোঝাতাম, মেজাজ হারালে কাজ আরও বিঘ্নিত হবে। এই দুই ছেলেকে তাদের মতো আচরণ করতে দিয়েছি। আমার লক্ষ্য ছিল ছবির কাজ সম্পূর্ণ করা।”
ছবির গল্প নিয়ে কোনও আগ্রহই ছিল না সালমন ও শাহরুখের। পরিচালকের কথায়, “ওদের কোনও আগ্রহই ছিল না। মনে আছে এক দিন একটা দৃশ্যের শুটিংয়ের সমস্ত কিছু প্রস্তুত হয়ে গিয়েছে। সূর্য ডোবার মুখে তখন কিন্তু ওদের দেখা নেই। একেবারে শেষ মুহূর্তে ওরা এল আর তাড়াহুড়ো করে শুটিং করল।”
শত্রুঘ্ন সিংহও তথ্যচিত্রে এই বিষয়ে তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি বলেন, “শাহরুখ ও সলমন সত্যিই রাকেশকে খুব ভোগান্তিতে ফেলেছিল। ওদের মধ্যে সহযোগিতার অভাব ছিল।”
এ বিষয়ে শাহরুখ মজার ছলে বলেন, “আমার আর সলমনের মধ্যে আমার আচরণ তুলনামূলক ভালো ছিল। অন্তত আমি সামনাসামনি ভালো ব্যবহার করতাম। আমরা দুই শিশু মিলে এক পিতৃসম ব্যক্তিকে সত্যিই অনেক জ্বালিয়েছিলাম।”
টিএ/