রোজ দুই কিলোমিটার সাঁতরে অফিসে যান তিনি

চীনের হুবেই প্রদেশে একটি অফিসে চাকরি করেন ৫৩ বছর বয়সী ঝু বিয়ু। বাড়ি থেকে অফিস যেতে ঝু’র সময় লাগে এক ঘণ্টারও বেশি। রাস্তাঘাটে জ্যাম থাকলে অফিস যেতে সময় নষ্ট হয় আরও বেশি। তাই সময় বাঁচাতে গত ১১ বছর ধরে তিনি সাঁতার কেটে অফিস যাচ্ছেন। সময় বাঁচানোর পাশাপাশি এই অভ্যাসের জন্য স্থানীয়দের কাছে ফিটনেস আইকন হয়ে উঠেছেন ঝু।

সড়কপথে অফিস যেতে ঝুয়ের সময় লাগে ঘণ্টাখানেক। কিন্তু সাঁতার কেটে আধ ঘণ্টার মধ্যেই অফিসে যেতে পারছেন। এর জন্য ইয়াংঝে নদীর প্রায় দুই কিলোমিটার সাঁতার কাটতে হয় তাকে। কমলা রঙের দুটি ভাসমান বেলুন নিয়ে ওই পথ পাড়ি দেন তিনি। গত ১১ বছর ধরে এভাবেই অফিস করে যাচ্ছেন তিনি।

সাঁতার কেটে অফিস যাওয়ায় তার ডায়াবেটিসের সমস্যা যেমন নিয়ন্ত্রণে আছে, তেমনই ওজন কমিয়ে বেশ ঝরঝরে হয়েছে তার শরীর। বিয়ুর এভাবে অফিস যাওয়াকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় প্রশাসন। ঝু’র এভাবে অফিস যাওয়াতে উদ্বুদ্ধ হয়ে সম্প্রতি বেশ কয়েকজন সাঁতারু তার সঙ্গীও হয়েছেন।

 

 

টাইমস/এসআই

 

Share this news on:

সর্বশেষ