শ্রীলঙ্কায় তদন্ত দল পাঠাচ্ছে ইন্টারপোল

শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে কয়েকটি গির্জা ও বিলাসবহুল হোটেলে ভয়াবহ হামলার ঘটনা তদন্তে টিম পাঠাচ্ছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। হতাহতদের শনাক্তসহ তদন্ত কাজে সহায়তা করবে সংস্থাটির ইনসিডেন্ট রেসপন্স টিম (আইআরটি)। ইন্টারপোলের সেক্রেটারি জেনারেল জারগেন স্টোক এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির।

শ্রীলংকার স্থানীয় জঙ্গিগোষ্ঠীর ৭ আত্মঘাতী হামলাকারী এ হামলায় জড়িত ছিল। এই জঙ্গিগোষ্ঠীর নাম ন্যাশনাল তাওহিদ জামায়াত। এর আগে হামলায় জড়িত থাকার বিষয়ে এ সংগঠনটির ওপর প্রাথমিকভাবে সন্দেহ করা হয়েছিল। তাদের সঙ্গে আন্তর্জাতিক সংগঠনও জড়িত ছিল বলে সোমবার সন্দেহ প্রকাশ করেছেন দেশটির একজন সরকারি কর্মকর্তা।

ইন্টারপোল জানিয়েছে, তারা ওই বোমা হামলার ঘটনা তদন্তে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত রয়েছে। সংস্থাটি এ বিষয়ে দেশটির সরকারের কাছে প্রস্তাবনা রেখেছে।

সংস্থাটির সেক্রেটারি জেনারেল জারগেন সোশ্যাল মিডিয়ায় ওই ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি জানান, ওই হামলার ঘটনা তদন্তে দেশটির কর্তৃপক্ষকে সম্পূর্ণ সহায়তা দিতে ইন্টারপোল প্রস্তুত রয়েছে।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ