ডোনাল্ড রবার্ট পেরি মারকুইস ১৮৭৮ সালের ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন। তিনি ডন মারকুইস নামেই পরিচিত ছিলেন। তিনি ছিলেন একজন সাংবাদিক, উপন্যাসিক, কবি ও নাট্যকার।
মারকুইস তার লেখা ‘আর্কি' ও ‘মেহিতবেল’ এর জন্য স্মরণীয় হয়ে আছেন। এছাড়াও তিনি প্রায় ৩৫ টি বই লিখেছেন। এগুলোর মধ্যে ‘ড্রিমস অ্যান্ড ডাস্ট’, ‘ক্রুজ অব জ্যাসপার বি’, ‘প্রফেসেস’, ‘দ্য ওল্ড সোক অ্যান্ড হেইল অ্যান্ড ফেয়ারওয়েল’, ‘দ্য ডার্ক আওয়ারস’, ‘দ্য অলমোস্ট পারফেক্ট স্টেট’, ‘অফ দ্য আর্ম’, ‘মাস্টার অব দ্য রেভেল’, ‘দ্য বেস্ট অফ ডন মারকুইস’, ‘আর্কিওলজি’ ইত্যাদি উল্লেখযোগ্য।
১৯২৬ সালে তার রচিত ‘দ্য ক্রুজ অব দ্য জ্যাসপার বি’ বইটির চিত্রায়ন করা হয়।
মারকুইস ১৯৩৭ সালের ২৯ ডিসেম্বর নিউইয়র্কে মৃত্যুবরণ করেন।
তার একটি বিখ্যাত উক্তি-
“মনুষ্য সম্প্রদায়ের অগ্রগতির পথের
প্রধান বাধা মনুষ্য সম্প্রদায়।”