হুই পার্সি নিউটন ১৯৪২ সালের ১৭ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের লুইসিয়ানায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিপ্লবী আফ্রিকান-আমেরিকান রাজনৈতিক কর্মী।
ওকল্যান্ডের মেরিট্ট কলেজে অধ্যয়নরত অবস্থায় রাজনীতিতে যোগ দেন নিউটন। তিনি আফ্রো-আমেরিকান অ্যাসোসিয়েশন (এএএ)-তে যোগদান করেন। ১৯৬৬ সালের অক্টোবরে তিনি ও তার বন্ধু মিলে ‘ব্ল্যাক প্যান্থার পার্টি’ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন।
১৯৭১ সালে নিউটন চীন সফর করেন এবং আরেক বিপ্লবী নেতা মাও সে তুং এর সঙ্গে দেখা করেন। বিপ্লবের অপরাধে তিনি জীবনে একাধিক বার জেল খেটেছেন।
১৯৮৯ সালে ২২ শে আগস্ট ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট ওকল্যান্ডে ব্ল্যাক গেরিলারই সদস্য ট্রিয়ন রবিনসনের হাতে তিনি খুন হন।
তার একটি উক্তি-
“বিপ্লবীকে কয়েদখানায় বন্দী করে
রাখতে পার, বিপ্লবকে নয়।”