অল্পের জন্য বেঁচে গেলেন শাহনাজ খুশি

জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। গত মঙ্গলবার সকালে রমনা পার্ক থেকে হাঁটাহাঁটি শেষে ইস্কাটনের বাসায় ফেরার পথে পেছন থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে চোখ, কপালসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পান। ডান চোখের ওপরে গভীর ক্ষত হওয়ায় ১০টি সেলাই দিতে হয়েছে।

শাহনাজ খুশির ছেলে, অভিনেতা দিব্য জ্যোতি জানান, দুর্ঘটনার পর তার মা রক্তাক্ত অবস্থায় বাসায় ফেরেন। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সেলাই দেন এবং উন্নত চিকিৎসার পরামর্শ দেন। চশমার ভাঙা ফ্রেম চোখের ভ্রুর ভেতরে ঢুকে যাওয়ায় গুরুতর জখম হয়েছে, তবে ভাগ্যক্রমে চোখের ভেতরে কাচ ঢোকেনি।

এদিকে দুর্ঘটনার খবর নিয়ে শাহনাজ খুশির ফেসবুকে একটি পোস্ট দেওয়া হয়েছে। সন্ধ্যায় দেওয়া সেই পোস্টে লেখা হয়েছে, ‘বেশি না, মাত্র ১০টা সেলাই পড়েছে। এ আর এমন কী বলেন? চোখটা অন্ধ হয় নাই, হয় নাই ব্রেইন হ্যামারেজের মতো অবস্থা! সেটাই তো অনেক বেশি পাওয়া! এ তেমন কিছু না, চোখের ওপরের সেনসিটিভ জায়গায় মাত্র ১০টি সেলাই লেগেছে!’

তিনি লিখেছেন, ‘যদিও আমি গলির ভেতরের রাস্তায়, অতি সতর্কতার সাথেই একেবারে কিনার দিয়ে হেঁটে ফিরছিলাম! ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বীরদর্পে চলে গেছে! ওরা মেধাবী যানচালক, কারও তোয়াক্কা করে না!’

এ দুর্ঘটনার পরও তার মনে ভয় রয়ে গেছে। তিনি লিখেছেন, “চার দিন পরও মাথার অর্ধেক অংশে কোনো অনুভূতি নেই। জানি না স্বাভাবিক চেহারায় ফিরতে পারব কি না, তবে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকার সেই মুহূর্ত কখনও ভুলতে পারব না।”

তিনি সবাইকে বিশেষ করে শিশুদের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

টিএ/

Share this news on:

সর্বশেষ

ডেপুটি অ্যাটর্নি জেনারেলের মেয়েকে বিয়ে করলেন সারজিস Feb 02, 2025
লিটারে ১ টাকা বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম Feb 02, 2025
বইমেলার প্রথম দিনে যেসব বই খুঁজছেন পাঠকরা? Feb 02, 2025
হোম ভিজিটে চলছে চিকিৎসা, কবে দেশে ফিরবেন খালেদা জিয়া? Feb 02, 2025
ইজতেমায় যৌতুকবিহীন বিয়ের পর যা বললেন পাত্ররা Feb 02, 2025
যৌথবাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন Feb 02, 2025
img
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কানাডা, মেক্সিকো ও চীনের পাল্টা ব্যবস্থার ঘোষণা Feb 02, 2025
img
বাঁশ দিয়ে রাস্তা আটকে দিলেন তিতুমীরের শিক্ষার্থীরা Feb 02, 2025
img
ইউএসএআইডির স্বাধীনতা কেড়ে নিচ্ছেন ডনাল্ড ট্রাম্প! Feb 02, 2025
img
রাজধানীতে অনুষ্ঠিত হয় রাইজিং স্টার গ্র্যাজুয়েশন সেরিমনি ও গ্র্যান্ড মিট আপ Feb 02, 2025