ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের সবাই বাংলাদেশি বলে ধারণা করছে স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটি।
শনিবার (১ ফেব্রুয়ারি) এই আশংকার কথা জানিয়েছে লিবিয়ার বাংলাদেশি দূতাবাস। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানায়, ওই ২০ মরদেহ এরইমধ্যে দাফন করা হয়েছে। মরদেহগুলো পচে যাওয়ার অবস্থায় ছিল। ভূমধ্যসাগরের ব্রেগা তীর থেকে ৪০ কিলোমিটার দূরে আজদাদিয়ায় মরদেহগুলো সমাহিত করা হয়।
কোনো সূত্রেই মরদেহগুলোর জাতীয়তা নিশ্চিত হওয়া যায়নি উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় জনাইয়েছে, স্থানীয় রেড ক্রিসেন্ট ধারণা করছে, সবাই বাংলাদেশি। ওই অভিবাসীদের কারও কাছে কোনো কাগজপত্র ছিল না বলেও নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস জানায়, ঘটনাস্থল লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের অধীনে। ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগা তীর থেকে বেশ কয়েকজন অভিবাসীর মরদেহ উদ্ধারের কথা বাংলাদেশ দূতাবাসকে জানানো হয়।
স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষ রেড ক্রিসেন্টের তথ্যমতে, অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর ওই মরদেহগুলো ব্রেগা তীরে ভেসে আসে। যে স্থান থেকে মরদেহগুলো উদ্ধার হয়েছে, সেখানে যাওয়ার জন্য এখনও অনুমতি পায়নি দূতাবাস।
তবে নৌকাডুবির ঘটনায় নিহতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে একটি টিম ঘটনাস্থলে পাঠানোর ব্যবস্থা নেয়া হয়েছে। মরদেহগুলোর বিষয়ে যেকোনো তথ্য জানাতে দূতাবাসের ফেসবুক কমেন্টে অথবা দূতাবাসের দাপ্তরিক মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
টিএ/