অপু বিশ্বাসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি রেস্তোরাঁর উদ্বোধন অনুষ্ঠানে যোগ না দেওয়ায় ঢালিউড তারকা অপু বিশ্বাসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। আয়োজকরা অভিযোগ করেছেন যে, ৫০ হাজার টাকা অগ্রিম নিয়ে তিনি অনুষ্ঠানটিতে অংশ নেননি।

অভিযোগকারীরা জানান, গত মঙ্গলবার ‘সোনার থালা” রেস্তোরাঁর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অপু বিশ্বাসের। তবে, অনুষ্ঠানের আগে একদিন থেকেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তারা। শেষ পর্যন্ত অপু বিশ্বাসের অনুপস্থিতিতেই উদ্বোধন অনুষ্ঠানটি সম্পন্ন হয়। উদ্বোধন হওয়ার দেড় ঘণ্টা পর অপু বিশ্বাস ফোন করে জানতে চান, কোথায় আসবেন।

রেস্তোরাঁর মালিকের ভাই, নৃত্যপরিচালক ও অভিনয়শিল্পী প্রিন্স রানা বলেন, "আমরা অপু বিশ্বাসকে ১ লাখ টাকার পারিশ্রমিকে কনফার্ম করি। তিনি ৩টায় সশরীরে উপস্থিত হওয়ার কথা ছিল তবে তাকে ফোন করে না পেয়ে আমরা অনুষ্ঠানটি শুরু করি। পরে তাকে দেয়া ৫০ হাজার টাকা ফেরত চাইলে সে উল্টো বাকি ৫০ হাজার টাকা দাবি করেন।

তিনি বলেন, কামরাঙ্গীরচর ‘সোনার থালা’ উদ্বোধন করতে আসবেন এমন একটি ভিডিও বার্তা দিতে বললেও তিনি সহযোগিতা করেননি।

তার না আসায় আমাদের অনেক ক্ষতি হয়েছে। যে কারণে আমাদের টাকা ফেরত পেতে শিল্পী সমিতির সহযোগিতা চেয়েছি। অপু বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সহ-সভাপতি ও মুখপাত্র ডি এ তায়েব।

অপু বিশ্বাস এই অভিযোগের বিষয়ে গণমাধ্যমকে বলেন, "আমরা যখন কনফার্ম হয়েছিলাম, তখন কিছু সময়ের জন্য জ্যামের কারণে আমার আসতে দেরি হতে পারে। কিন্তু অনুষ্ঠানটি শেষ হয়ে গেলে তারা আমাকে অগ্রিম ৫০ হাজার টাকা ফেরত চায়। আমি একজন প্রফেশনাল, তাই আমি আমার পারিশ্রমিক দাবি করি।"

টিএ/

Share this news on:

সর্বশেষ

img
সেরা পারফরমারদের সম্মাননা দিল বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড নাইট ২০২৪ Feb 02, 2025
ইউএসএআইডির স্বাধীনতা কেড়ে নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প Feb 02, 2025
ইউএসএআইডির স্বাধীনতা কেড়ে নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প! Feb 02, 2025
ফিলাডেলফিয়ায় বিধ্বস্ত বিমানের সব আরোহী নিহত Feb 02, 2025
ট্রাম্প ক্ষমতায় আসার পর পাল্টে গেল যত হিসেব নিকেশ Feb 02, 2025
ফরিদপুরে আ. লীগের নির্বাচনী গানে ছাত্রীদের নাচ: বিতর্কের ঝড়! Feb 02, 2025
ঢাবি নারী শিক্ষার্থীদের পুরুষ শিক্ষকদের সামনে মুখ খুলতে বাধ্য না করার দাবি Feb 02, 2025
গোপনে বাংলাদেশে এসেছে ব্রিটেনের গোয়েন্দা, টিউলিপের বিরুদ্ধে তদন্ত Feb 02, 2025
লিবিয়ায় পরিচয়বিহীন ২০ ম'র'দে'হ উদ্ধার, থাকতে পারে বাংলাদেশি Feb 02, 2025
দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমানোর আহ্বান! Feb 02, 2025