রাজধানীর কামরাঙ্গীরচরে একটি রেস্তোরাঁর উদ্বোধন অনুষ্ঠানে যোগ না দেওয়ায় ঢালিউড তারকা অপু বিশ্বাসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। আয়োজকরা অভিযোগ করেছেন যে, ৫০ হাজার টাকা অগ্রিম নিয়ে তিনি অনুষ্ঠানটিতে অংশ নেননি।
অভিযোগকারীরা জানান, গত মঙ্গলবার ‘সোনার থালা” রেস্তোরাঁর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অপু বিশ্বাসের। তবে, অনুষ্ঠানের আগে একদিন থেকেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তারা। শেষ পর্যন্ত অপু বিশ্বাসের অনুপস্থিতিতেই উদ্বোধন অনুষ্ঠানটি সম্পন্ন হয়। উদ্বোধন হওয়ার দেড় ঘণ্টা পর অপু বিশ্বাস ফোন করে জানতে চান, কোথায় আসবেন।
রেস্তোরাঁর মালিকের ভাই, নৃত্যপরিচালক ও অভিনয়শিল্পী প্রিন্স রানা বলেন, "আমরা অপু বিশ্বাসকে ১ লাখ টাকার পারিশ্রমিকে কনফার্ম করি। তিনি ৩টায় সশরীরে উপস্থিত হওয়ার কথা ছিল তবে তাকে ফোন করে না পেয়ে আমরা অনুষ্ঠানটি শুরু করি। পরে তাকে দেয়া ৫০ হাজার টাকা ফেরত চাইলে সে উল্টো বাকি ৫০ হাজার টাকা দাবি করেন।
তিনি বলেন, কামরাঙ্গীরচর ‘সোনার থালা’ উদ্বোধন করতে আসবেন এমন একটি ভিডিও বার্তা দিতে বললেও তিনি সহযোগিতা করেননি।
তার না আসায় আমাদের অনেক ক্ষতি হয়েছে। যে কারণে আমাদের টাকা ফেরত পেতে শিল্পী সমিতির সহযোগিতা চেয়েছি। অপু বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সহ-সভাপতি ও মুখপাত্র ডি এ তায়েব।
অপু বিশ্বাস এই অভিযোগের বিষয়ে গণমাধ্যমকে বলেন, "আমরা যখন কনফার্ম হয়েছিলাম, তখন কিছু সময়ের জন্য জ্যামের কারণে আমার আসতে দেরি হতে পারে। কিন্তু অনুষ্ঠানটি শেষ হয়ে গেলে তারা আমাকে অগ্রিম ৫০ হাজার টাকা ফেরত চায়। আমি একজন প্রফেশনাল, তাই আমি আমার পারিশ্রমিক দাবি করি।"
টিএ/