অমর একুশে বইমেলা ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রতি বছরই বইমেলা উপলক্ষে হাজার হাজার নতুন বই প্রকাশিত হয়। সঙ্গে থাকে পুরনো বইয়ের নতুন মুদ্রণ। ব্যতিক্রম হচ্ছে না এবারও। সেই সঙ্গে বরাবরের মতো এই বছরও শোবিজ তারকাদের লেখা কিছু বই অমর একুশে বইমেলায় পাওয়া যাবে।
প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন বই।
এবারের একুশে বইমেলায় উঠে আসছে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের নানা দিক। মেলায় তৈরি করা হয়েছে বিশেষ "জুলাই চত্বর"। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও কোনো নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ। এ বছর স্টল সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং মানসম্পন্ন বই প্রকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রতিবছরের মতো এবারও বিনোদন জগতের তারকাদের বই থাকছে, যা পাঠকদের বিশেষভাবে আকর্ষণ করে। এ ধারাবাহিকতায় সংগীতশিল্পী ফাহমিদা নবী প্রকাশ করেছেন ‘ফাহমিদা নবীর ডায়েরি’। শব্দশিল্প প্রকাশনী থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। ফেসবুক পোস্টে ফাহমিদা নবী জানিয়েছেন, ছোটবেলা থেকেই তিনি লেখালেখির প্রতি অনুরক্ত ছিলেন এবং জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেছেন এ বইতে।
বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াতের আত্মজীবনী ‘রবি পথ’ এবারের বইমেলায় পাওয়া যাবে। সুবর্ণ প্রকাশনী থেকে প্রকাশিত এ বইতে উঠে এসেছে তার অভিনয় ও ব্যক্তিজীবনের নানা দিক।
অভিনেত্রী ফারজানা ছবির উপন্যাস ‘বৃত্তবাস’ প্রকাশ করছে মিজান পাবলিশার্স। অভিনেত্রী আশনা হাবিব ভাবনার দুটি বই থাকছে এবারের মেলায়—উপন্যাস ‘আমরা কখনও বন্ধু ছিলাম না’ ও একটি কবিতার বই।
অভিনেতা ফারুক আহমেদও বইমেলায় হাজির হয়েছেন। ‘স্মৃতিতে হুমায়ূন আহমেদ’ ও ‘আমার না বলা কথা’র পর এবার তিনি এনেছেন ‘হাউ মাউ খাও’, যা প্রকাশ করেছে মিজান পাবলিশার্স।
সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুলের নতুন উপন্যাস ‘শিল্পীসত্তার ব্যবচ্ছেদ’ প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী। সংগীতশিল্পী জয় শাহরিয়ারের প্রকাশনী আজব প্রকাশনী এবারও নতুন বই নিয়ে হাজির হয়েছে। তার নিজের তৃতীয় কাব্যগ্রন্থ ‘সুর ছাড়া কবিতারা’ও পাওয়া যাবে, যাতে রয়েছে ৫৩টি কবিতা।
গীতিকার ও নির্মাতা ওয়ালিদ আহমেদ এবারের মেলায় এনেছেন দুটি বই—‘দূরে গোধূলি’ (গান ও কবিতার সংকলন) এবং ‘কথার জাদু’ (উপস্থাপনা ও আত্মবিশ্বাসী কথা বলার কৌশল নিয়ে লেখা)। ধ্রুপদী পাবলিকেশনসের স্টলে পাওয়া যাবে বই দুটি।
এছাড়াও অভিনেত্রী শানারেই দেবী শানুর উপন্যাস ‘বাঘ মানুষ’ প্রকাশ করছে আজব প্রকাশ।
এবারের বইমেলায় মানসম্মত বই প্রকাশের পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পাঠকদের জন্য এটি হতে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতা।
টিএ/