বলিউড তারকা গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা সবসময় খোলামেলা কথা বলতেই পছন্দ করেন। চলতি বছরের শুরুতেই তিনি জানিয়েছিলেন, স্বামী গোবিন্দার থেকে আলাদা থাকেন সুনীতা। তার এ বক্তব্য প্রকাশের পরই সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকেই মনে করেছিলেন, তাদের দাম্পত্য জীবনে চিড় ধরেছে এবং বিচ্ছেদের পথে হাঁটছেন তারা।
তবে এবার এসব গুঞ্জন উড়িয়ে দিলেন সুনীতা আহুজা। এক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দিলেন, “এই পৃথিবীর কেউ আমাকে আর গোবিন্দাকে আলাদা করতে পারবে না।”
সুনীতা জানান, তাদের সম্পর্কের মাঝে সবসময় মজা এবং রসিকতা চলে। কিন্তু কিছু মানুষ আছেন, যারা তাদের সংসার ভাঙতে চান। তবে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “আমি কিছুতেই আমার ঘর ভাঙতে দেব না। যারা আমাদের আলাদা করতে চায়, তারা কোনোদিন সফল হবে না। জয় আমারই হবে, কারণ সাঁইবাবা আমার সঙ্গে আছেন।”
এছাড়া, সুনীতা সমালোচকদের নিজের স্বামীদের খেয়াল রাখতে পরামর্শ দিয়েছেন। যে যাঁর স্বামীকে নিজেদের হাতে রাখতেও অনুরোধ করেছেন। অন্যের জীবন নিয়ে এত চিন্তা না করাই মঙ্গল বলে মনে করেন গোবিন্দা-পত্নী।
তাঁদের আলাদা বাড়িতে থাকার কারণ সম্পর্কিত গুঞ্জন এবং ডিভোর্সের বিষয়ে সুনীতা আরও বলেন, 'গোবিন্দার সঙ্গে প্রতিদিনই অনেক মানুষের দেখা করতে হয়, কাজের কারণে তাঁদের আলাদা বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম।' এর পিছনে অন্য কোনও কারণ নেই, এমনটাই জানান তিনি।
টিএ/