চ্যাম্পিয়নস ট্রফিতে নেই কামিন্স, অধিনায়ক খুঁজছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। তবে বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সের চোট এই মুহূর্তে দলটির পরিকল্পনায় বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে। দলের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, কামিন্সের অধিনায়কত্বে থাকা অস্ট্রেলিয়ার জন্য সুবিধাজনক হলেও, চোটের কারণে তাকে মাঠে দেখা সম্ভব নাও হতে পারে।

কামিন্সের চোটটি শুধু তার নিজস্ব খেলাধুলার ওপরই প্রভাব ফেলছে না, বরং পুরো অস্ট্রেলিয়া দলের ভবিষ্যৎ পরিকল্পনাকে প্রশ্নবিদ্ধ করছে। গত কয়েক মাসে তার চোট বাড়ার কারনে, বোর্ডার-গাভাস্কার ট্রফি এবং শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে কামিন্স দলের বাইরে ছিলেন। যদিও কামিন্স শ্রীলঙ্কার বিপক্ষে পারিবারিক কারণে খেলা থেকে বিরত ছিলেন। এই পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় প্রতিযোগিতায় কামিন্সের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ম্যাকডোনাল্ড জানিয়েছেন, প্যাট কামিন্সের খেলার সম্ভাবনা খুবই কম, যা আমাদের জন্য একটি বড় ক্ষতি।

কামিন্সের অনুপস্থিতিতে, অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকা পালন করতে স্টিভ স্মিথের নাম আগেই উঠে আসে। স্মিথ, যিনি আগে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক ছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে বর্তমানে স্মিথ অধিনায়কত্ব করছেন। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া একেবারে নির্ভরযোগ্য হয়ে উঠেছে। স্মিথের অধিনায়কত্বে অস্ট্রেলিয়া তাদের সাম্প্রতিক টেস্ট সিরিজে ভালো ফলাফল অর্জন করেছে। যদি কামিন্স শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলতে পারেন, স্মিথই হতে পারেন অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক। এছাড়া, ট্রাভিস হেডের নামও আলোচনায় রয়েছে। যদিও তার নেতৃত্বে কোনো আন্তর্জাতিক অভিজ্ঞতা নেই। তবে তার অভ্যন্তরীণ প্রতিভা এবং নেতৃত্বের সম্ভাবনা দেখে অস্ট্রেলিয়া তাকে বিবেচনা করছে।

এদিকে, অস্ট্রেলিয়ার অন্যান্য দলের সদস্যদেরও চোটের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। বিশেষ করে পেসার জশ হ্যাজেলউডের অবস্থা বেশ সংকটজনক। কারণ তিনি নিতম্বের চোটে ভুগছেন। তারও খেলার সম্ভাবনা সংকীর্ণ হয়ে পড়েছে। অস্ট্রেলিয়া দলের জন্য এই মুহূর্তে তাদের পেস আক্রমণকে পুনর্গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে, মিচেল মার্শের চোটও বড় ক্ষতির মুখে ফেলেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট দলকে। মার্শ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না। ফলে তার স্থলাভিষিক্ত খেলোয়াড় নির্বাচনে সংশয় তৈরি হয়েছে। ম্যাকডোনাল্ড জানিয়েছেন, মার্শের স্থলাভিষিক্ত হতে পারে কোনো নতুন মুখ, এবং বর্তমানে বো ওয়েবস্টারকে নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।

টিএ/

Share this news on:

সর্বশেষ

সংস্কার শেষ করে নির্বাচন দেব এই বক্তব্য সঠিক নয় : সালাহ উদ্দিন Feb 05, 2025
বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলা আ.লীগের প্ল্যাটফর্ম! Feb 05, 2025
এ বছরের জুন অথবা পরের বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন, যা জানালেন প্রেস সচিব Feb 05, 2025
দেশকে চার প্রদেশে ভাগ করার সুপারিশ সংস্কার কমিশনের Feb 05, 2025
পুলিশকে রাজনৈতিক দলগুলোর ব্যবহারের কারণে তদন্ত কলুষিত হয় অতীতে : প্রেস সচিব Feb 05, 2025
দেশকে চারটি প্রদেশে ভাগ, আরো দুই বিভাগের সুপারিশ সংস্কার কমিশনের Feb 05, 2025
১০০টির বেশি সুপারিশসহ প্রতিবেদন জমা দিলো জনপ্রশাসন সংস্কার কমিশন Feb 05, 2025
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলো জনপ্রশাসন সংস্কার কমিশন Feb 05, 2025
আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ করতে হবে Feb 05, 2025
সহায়তার প্রতিদানে ইউক্রেন থেকে খনিজ সম্পদে ভাগ চান ট্রাম্প! Feb 05, 2025