সাফজয়ী সুমায়াকে হত্যার হুমকি: নেপথ্যে কী?

বাংলাদেশ নারী ফুটবল দলের সাফজয়ী খেলোয়াড় মাতসুসিমা সুমায়া অনলাইনে ধর্ষণ ও হত্যার হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন। জাতীয় দলের কোচ পিটার বাটলারের বিরুদ্ধে সিনিয়র খেলোয়াড়দের বাদ দেওয়া এবং অপমানজনক আচরণের অভিযোগ ওঠার পরই সুমাইয়া এই হুমকি পান বলে জানা গেছে।

সম্প্রতি বাংলাদেশ নারী ফুটবল দলের ১৮ জন সিনিয়র খেলোয়াড় কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বাফুফের কাছে লিখিত অভিযোগ করেন। তাদের অভিযোগ ছিলো, কোচ দল গঠনের ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা দেখাচ্ছেন এবং সিনিয়রদের বাদ দিয়ে জুনিয়র খেলোয়াড়দের অগ্রাধিকার দিচ্ছেন। এছাড়া, তিনি খেলোয়াড়দের সাথে দুর্ব্যবহার এবং বডি শেমিং করছেন বলেও অভিযোগ ওঠে।

এই পরিস্থিতিতে সুমাইয়া তার সহখেলোয়াড়দের পাশে দাঁড়ান এবং সোশ্যাল মিডিয়ায় কোচের সিদ্ধান্তের সমালোচনা করেন। এরপরই তিনি অনলাইনে ধর্ষণ ও হত্যার হুমকি পান বলে অভিযোগ করেছেন।

সুমাইয়া তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন যে, তাকে বারবার ভয় দেখানো হচ্ছে এবং চুপ থাকার জন্য চাপ দেওয়া হচ্ছে। যদিও তিনি স্পষ্টভাবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নাম উল্লেখ করেননি। তবে ধারণা করা হচ্ছে, এটি নারী ফুটবলে চলমান কোচ-কেন্দ্রিক সংকটেরই অংশ।

ফুটবল বিশ্লেষকরা মনে করছেন, কোচের পক্ষে থাকা কিছু ব্যক্তি অথবা সংশ্লিষ্ট কিছু স্বার্থান্বেষী মহল তাকে এই হুমকি দিচ্ছে। যদিও বাফুফে এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো বিবৃতি দেয়নি।

এই ঘটনায় নারী ফুটবল দল আরও বিভক্ত হয়ে পড়েছে। সিনিয়র খেলোয়াড়রা নিজেদের স্বার্থ রক্ষার জন্য লড়ছেন, অন্যদিকে কোচ বাটলারও তার সিদ্ধান্তে অনড়। এর ফলে দলীয় সমন্বয় ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।

নারী খেলোয়াড়দের প্রতি অনলাইনে এ ধরনের হুমকি বাংলাদেশে নতুন কিছু নয়। অতীতেও নারী ক্রিকেটার ও অ্যাথলেটরা এ ধরনের হয়রানির শিকার হয়েছেন। তবে জাতীয় দলের একজন শীর্ষ ফুটবলারের ক্ষেত্রে এ ধরনের ঘটনা গভীর উদ্বেগের।

বিশ্লেষকরা বলছেন, যদি এই সংকট দ্রুত সমাধান না করা হয়, তবে এটি নারী ফুটবলে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। খেলোয়াড়দের নিরাপত্তা এবং স্বাভাবিক পরিবেশ নিশ্চিত না হলে, আগামীতে অনেক প্রতিভাবান নারী ফুটবলার ফুটবল ছেড়ে দিতে বাধ্য হতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

টিএ/

Share this news on:

সর্বশেষ

সংস্কার শেষ করে নির্বাচন দেব এই বক্তব্য সঠিক নয় : সালাহ উদ্দিন Feb 05, 2025
বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলা আ.লীগের প্ল্যাটফর্ম! Feb 05, 2025
এ বছরের জুন অথবা পরের বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন, যা জানালেন প্রেস সচিব Feb 05, 2025
দেশকে চার প্রদেশে ভাগ করার সুপারিশ সংস্কার কমিশনের Feb 05, 2025
পুলিশকে রাজনৈতিক দলগুলোর ব্যবহারের কারণে তদন্ত কলুষিত হয় অতীতে : প্রেস সচিব Feb 05, 2025
দেশকে চারটি প্রদেশে ভাগ, আরো দুই বিভাগের সুপারিশ সংস্কার কমিশনের Feb 05, 2025
১০০টির বেশি সুপারিশসহ প্রতিবেদন জমা দিলো জনপ্রশাসন সংস্কার কমিশন Feb 05, 2025
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলো জনপ্রশাসন সংস্কার কমিশন Feb 05, 2025
আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ করতে হবে Feb 05, 2025
সহায়তার প্রতিদানে ইউক্রেন থেকে খনিজ সম্পদে ভাগ চান ট্রাম্প! Feb 05, 2025