শাহরুখ-পুত্র আরিয়ান খানের অভিষেক নিয়ে দীর্ঘদিন ধরে নানা জল্পনাকল্পনা চলছিল। কিং খান নিজে ‘নেক্সট অন নেটফ্লিক্স’ ছেলে আরিয়ানের অভিষেকের আনুষ্ঠানিক ঘোষণা করেছেন। তবে পর্দায় নয়, পর্দার পেছনে দেখা যাবে এই তারকা-পুত্রকে। পরিচালক হিসেবে অভিনয়জগতে আসতে চলেছেন আরিয়ান। শুধু পরিচালক হিসেবে নয়, লেখক হিসেবেও আত্মপ্রকাশ করছেন আরিয়ান। নেটফ্লিক্সের এই সিরিজ প্রযোজনা করছেন গৌরী খান। আরিয়ান পরিচালিত সিরিজের নাম ‘দ্য বাডস অব বলিউড”।
গত সোমবার রাত তারকাদের উপস্থিতিতে ঝলমল করছিল নেটফ্লিক্সের প্রাঙ্গণ। নেটফ্লিক্স ইন্ডিয়ার ‘নেক্সট অন নেটফ্লিক্স’ শীর্ষক আয়োজনে ঘোষণা করা হয় চলতি বছরে আসন্ন সিরিজ ও ছবির নাম। আর দেখানো হয় সিরিজ ও ছবির টিজার। এই রাতে একঝুড়ি বিনোদন নিয়ে হাজির ছিল নেটফ্লিক্স।
নেটফ্লিক্স এ বছর আনছে রোমান্স, কমেডি, অ্যাকশন, ড্রামা, থ্রিলার, স্পোর্টসসহ আরও নানান স্বাদের ছবি ও সিরিজ। এই আসরের শেষরাত আরও উজ্জ্বল হয়ে উঠেছিল বলিউড সুপারস্টার শাহরুখ খানের আগমনে।
নেটফ্লিক্সের মঞ্চে শাহরুখ হাজির থাকলেও আরিয়ান আসেননি। বরাবরের মতো হাসি, গল্পে, খুনসুটিতে নেটফ্লিক্সের শেষরাত মাতিয়ে রেখেছিলেন কিং খান। আরিয়ানের এই সিরিজ প্রসঙ্গে শাহরুখ বলেছেন, ‘আমি এই সিরিজের কিছু পর্ব দেখেছি। পর্বগুলো দারুণ মজার। আর কোনো কিছু যখন মজার হয়, আমার তখন উপভোগ্য লাগে।আসলে লজ্জার কথা কী বলব, আজকাল আমার জোকস শুনে মানুষের খারাপ লাগে; বিরক্ত হন। তাই আমি জোকস বলা বন্ধ করে দিয়েছি। তবে পরম্পরা হিসেবে আমি আমার ছেলেকে এটা দিয়েছি। যাহ, এখন তুই কর বেটা। বাপের নাম উজ্জ্বল কর।’
শাহরুখ এদিন উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশে আবেগপ্রবণ হয়ে অনুরোধের সুরে বলেন, ‘আমার শুধু একটা প্রার্থনা, অনুরোধ আর প্রত্যাশা, আমার ছেলে পরিচালনার জগতে প্রথম পা রাখতে চলেছে, আমার মেয়ে অভিনেত্রী হওয়ার পথে, এই দুনিয়া আমাকে যে ভালোবাসা দিয়েছে, তার ৫০ শতাংশ যদি ওদের দেয়, তাহলেও অনেক বেশি। অনুগ্রহ করে আমার সন্তানদের ভালোবাসা দেবেন।’
আরিয়ান পরিচালিত ‘দ্য বাডস অব বলিউড’ সিরিজের একঝলক অনুষ্ঠানে দেখানো হয়েছিল। টিজারে দেখা যায় যে আরিয়ানের পরিচালনায় শাহরুখ খান অভিনয় করছেন। আর বাবার অভিনয় কিছুতেই মনঃপূত হচ্ছে না ছেলের। তাই বারবার আরিয়ান ‘কাট ‘কাট বলে যাচ্ছেন। এ দেখে সাংবাদিক, দর্শকের হাসি থামে না!
টিএ/