সার্বিক পরিস্থিতির জন্য শেখ হাসিনা দায়ী: জামায়াতের আমির

দেশব্যাপী ভাঙচুর-অগ্নিসংযোগের জন্য দায়ী শেখ হাসিনা নিজেই। এমন দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি বক্তব্য দেন শেখ হাসিনা। এতে ক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা। সেই প্রেক্ষিতেই শুরু হয় দেশজুড়ে বুলডোজার কর্মসূচী।

ডা. শফিকুর রহমান ৫ ফেব্রুয়ারি রাত পৌনে ১২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। সেখানে লেখেন সার্বিক পরিস্থিতির জন্য পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার উস্কানীই মূলত দায়ী। তিনি আরো লেখেন, মনে রাখতে হবে, শেখ হাসিনা কখনোই বাংলাদেশের মানুষকে অন্তরে ধারণ করে না। এটি তার ঘৃণিত স্বভাব।

এর আগে ওই পেজে আরো একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে দেশবাসীকে কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে ধৈর্য ধরার আহ্বান জানান। তিনি লেখেন, বাংলাদেশের দেশপ্রেমিক দায়িত্বশীল নাগরিকবৃন্দের আহবান কোন উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ধরুন এবং প্রিয় দেশকে ভালোবাসার নমুনা প্রদর্শন করুন।

এদিকে “বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশ্যে সরাসরি বক্তব্য রাখছেন আওয়ামীলীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা” শিরোনামে, বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সরাসরি কথা বলেন শেখ হাসিনা। ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার ঠিক ৬ মাস পর, প্রথম বারের মতো সরাসরি বিবৃতি দিলেন তিনি। ৫২ মিনিট ৪৮ সেকেন্ডের ওই লাইভ বক্তব্য ঘিরে দেশজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

রাজধানীর ৩২ নাম্বারে অবস্থিত শেখ মুজিবর রহমানের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ দিয়ে শুরু হয় কর্মসূচী। এরপর বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন জায়গায়। আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বাসভবন, শেখ মুজিবর রহমানের ম্যুরাল থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ পরিবারের নাম সংশ্লিষ্ট স্থাপনা গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

টিএ/

Share this news on: