স্যার উইনস্টন চার্চিল ১৮৭৪ সালের ৩০ নভেম্বর ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন ব্রিটিশ লেখক, কূটনীতিক ও রাষ্ট্রনায়ক।
চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪০ থেকে ১৯৪৫ এবং ১৯৫১ থেকে ১৯৫৫ এই দুই মেয়াদে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
১৯৫৩ সালে রানী ২য় এলিজাবেথ চার্চিলকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করেন। একই সালে তিনি 'দ্য হিস্ট্রি অব সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার' বইটি লিখে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ২০০২ সালে বিবিসির এক জরিপে তিনি সর্বকালের সেরা ব্রিটেনবাসী হিসেবে মনোনীত হন।
তিনি ১৯৬৫ সালের ২৪ জানুয়ারি তার লন্ডনের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার একটি উক্তি-
“আমরা ক্ষমা করব কিন্তু আমরা
ক্ষমা চাইব না।”