উপদেষ্টা আসিফের এমপি নির্বাচন করার ইঙ্গিত দিলেন তার বাবা

এমপি হিসেবে নির্বাচন করবে আসিফ মাহামুদ। এবার এমনটাই ইঙ্গিত দিয়েছেন আসিফ মাহামুদের বাবা মোঃ বিল্লাল হোসেন ভুঁইয়া। সম্প্রতি একটি ওয়াজ মাহফিলে দেওয়া উপদেষ্টা আসিফের বাবার ওই ঘোষণার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে তিনি বলেন ‘আপনারা চাইলে আসিফ এমপি ইলেকশন করবে’।

জানা গেছে, গত ২৯ জানুয়ারি কুমিল্লার মুরাদনগর উপজেলায় একটি ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসিফ মাহমুদের বাবা। সেখান থেকেই এমন বক্তব্য দেন তিনি। বলেন, আপনাদের দোয়ার বরকতে আমার ছেলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা। আসিফ মাহমুদ এখানে উপস্থিত সবাইকে সালাম জানিয়েছেন।

এসময় আসিফের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মন্ত্রণালয় হিসেবে অভিহিত করেন তার বাবা। বলেন, আপনাদের এখানে আমাকে প্রধান অতিথি করার পর আমি আমার ছেলের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছি। আমার ছেলে এই বোবা শাহ দরবারের পাশে যে মসজিদ আছে সে মসজিদ উন্নয়নের জন্য ১০ লাখ টাকা অনুদান ঘোষণা করেছে।

এসময় তিনি আরও বলেন, আসিফ মাহমুদের উদ্দেশ্য আছে মুরাদনগরকে একটা মডেল উপজেলায় রূপান্তরিত করার। সে আপ্রাণ কাজ চালিয়ে যাচ্ছে। সামনে মুরাদনগরের উন্নয়নে যত প্রকার কাজ দরকার আছে সে সবগুলাই করবে। সে যথেষ্ট আন্তরিকতার সঙ্গে মুরাদনগরের কাজগুলোকে অল্প সময়ের ভেতরে সম্পন্ন করার জন্য যথেষ্ট চেষ্টা করছে বলে জানান আসিফের বাবা। আসিফ ইতিমধ্যেই প্রায় ২০০ রাস্তার প্রকল্প হাতে নিয়েছে বলেও এসময় জানান তিনি।

টিএ/

Share this news on: