জ্যামাইকাতে দর্শক মাতাবে বাংলাদেশি তারকারা

দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা সিনে এ্যাওয়ার্ড-২০১৮’। বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে নতুন করে পরিচয় করিয়ে দিতে মূলত এই ধরনের আয়োজন করে বাংলাদেশের বিএনএস লজিস্টিকস এবং আমেরিকার ব্যাকডিস ইনকর্পোরেশন।

আগামী ১৩ জুলাই আমেরিকার জ্যামাইকাতে অবস্থিত নিউইয়র্ক কলেজ মাঠে অনুষ্ঠিত হবে বাংলাদেশের এ সর্ববৃহৎ চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি। এতে বাংলাদেশের জনপ্রিয় প্রায় সব তারকারা মঞ্চ মাতাবেন।

তাদের মধ্যে, শাকিব খান, বুবলী, মনোয়ার হোসেন ডিপজল, বাপ্পী চৌধুরী, নীরব, সাইমন সাদিক, ইমন, মাহিয়া মাহি, মৌসুমী হামিদ, নবাগতা রাজ রিপা, তমা মির্জা, দেবাশীস বিশ্বাস, শান্তা জাহান, হৃদি শেখ, লুইপাসহ আরো অনেকে সেখানে মনোমোহকর পারফর্ম করে দর্শকদের আনন্দ দেবেন। আর এই অনুষ্ঠানে সর্বমোট ২২টি ক্যাটাগরিতে ২০১৭-১৮ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ও সংশ্লিষ্টদের পুরস্কৃত করা হবে।

আয়োজনটি প্রসঙ্গে বিএনএস লজিস্টিকসের চেয়ারম্যান আসগর হোসেন খান বাবু বলেন, আমরা বাংলাদেশ ও বাংলাদেশী চলচ্চিত্রগুলোকে বিশ্ব দরবারে তুলে ধরতে চাই। যার কারণে আমরা প্রতিবছর হাজারো সীমাবদ্ধতার মাঝেও আমেরিকার মতো জায়গায় দেশী-বিদেশী সাংবাদিকের উপস্থিতিতে এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে আসছি। এবারো তার ব্যতিক্রম হবে না। এবারের আয়োজনে প্রায় পনেরো হাজার প্রবাসীরা উপস্থিত থাকবে। আর সেখানেই বাংলাদেশী শিল্পীরা পারফর্ম করবেন।

তিনি আরও বলেন, আমরা চাই, বাংলাদেশ এবং বাংলাদেশের সংস্কৃতি ‘বাংলা সিনে এ্যাওয়ার্ড’র মতো একটি অনুষ্ঠানের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক, জয় হোক বাংলা চলচ্চিত্রের।

এদিকে আয়োজক সূত্রে আরো জানা গেছে, শিগগির এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে। সেখানে জানা যাবে আরো কারা কারা এই আয়োজনটির সঙ্গে থাকবেন।

 

টাইমস/জেডকে/এইচইউ

Share this news on:

সর্বশেষ