মানুষের সঙ্গে একই তালে নেচে তাক লাগিয়ে দিল ১৬ রোবট। এমন বিস্ময়কর ঘটনা ঘটেছে চীনের ঐতিহ্যবাহী বসন্ত উৎসবে। ‘ইউনিট্রি এইচওয়ান’ নামের রবোটগুলোর নাচ দেখে মুগ্ধ দর্শকরা হাততালিতে মাতিয়েছেন পরিবেশ।
চান্দ্র নববর্ষ উপলক্ষে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভিতে প্রতিবছর বসন্ত উৎসবের অনুষ্ঠান সম্প্রচারিত হয়। সে অনুষ্ঠানে বিশেষ নৃত্য পরিবেশনায় নৃত্যশিল্পীদের পাশাপাশি মঞ্চে দেখা যায় ওই ১৬টি রোবটকে। চীনের ঐতিহ্যবাহী ‘ইংকো’ নাচ পরিবেশন করে রোবটগুলো।
রোবটগুলোর নির্মাতা ইউনিট্রি রোবোটিকস নামের একটি চীনা প্রতিষ্ঠান। তাদের এক্স হ্যান্ডেলে রোবটের নাচের ভিডিও পোস্ট করার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। বাজনার তালে তালে লাফিয়ে ও হাত-পা নেড়ে রোবটগুলো এত নিখুঁতভাবে নাচছিল যে প্রথম দেখায় অনেক দর্শকই সেগুলোকে মানুষ বলে ভুল করে বসেন।
‘ইংকো’ নাচে বাজনার তালে শরীর নাড়ানোর পাশাপাশি হাতে থাকা বস্তু ঘোরানো এবং সেগুলো শূন্যে ছুড়ে আবার লুফে নেয়ার দক্ষতা দেখাতে হয়। সে কৌশল রপ্ত করতে বছরের পর বছর অনুশীলন করতে হয় একজন নৃত্যশিল্পীকে। অথচ রোবটগুলো এতটাই সাবলীলভাবে সে নাচ দেখিয়েছে যাতে বোঝার উপায় নেই সেগুলো মানুষের দ্বারা প্রোগ্রাম করা।
অবশ্য রোবটের নাচে বাহবা যেমন জুটেছে তেমনভাবে জুটেছে সমালোচনাও। ভিডিওটি প্রকাশের পর থেকেই অনলাইনে বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। কেউ কেউ কৃত্রিম বুদ্ধিমত্তার এই উন্নতিকে প্রশংসা করছেন, আবার কেউ কেউ প্রকাশ করছেন বিরক্তি।
সমালোচকদের মতে, নাচ একটি সহজাত মানবশিল্পরূপ। প্রযুক্তি যতই উন্নত হোক, নৃত্য পরিবেশনায় কোনো রোবট মানুষের বিকল্প হয়ে উঠতে পারে না। মানুষের মতো নিখুঁত মুখভঙ্গি করা কোনো রোবটের পক্ষেই সম্ভব নয়। তাদের ভাষ্য, রোবটের মাধ্যমে বরং অপমানই করা হয়েছে ঐতিহ্যবাহী ইংকো নাচকে।
টিএ/