রাজকীয় আয়োজনে পালন করা হলো কুকুরের জন্মদিন

কখনো কি কল্পনা করেছেন, একটি রাস্তার কুকুরের জন্মদিন রাজকীয় আয়োজনে পালন করা হচ্ছে? অবিশ্বাস্য মনে হলেও ভারতের মধ্যপ্রদেশের দেবাস এলাকায় একদল তরুণ বেশ ধুমধাম করে রাস্তায় ঘুরে বেড়ানো একটি কুকুরের জন্মদিন উদ্‌যাপন করেছেন। গলায় ফুলের মালা পরিয়ে, জিপ গাড়িতে চড়িয়ে, আতশবাজি ফুটিয়ে কুকুরের জন্মদিন উদ্‌যাপন করেন তাঁরা। জন্মদিন উপলক্ষে কেকের আয়োজন করতেও ভোলেননি তাঁরা।

সাধারণ কোনো আয়োজন নয়, একেবারে জাঁকজমকপূর্ণ জন্মদিন! রাস্তার পাশে বিশাল বিলবোর্ড টাঙিয়ে ঘোষণা দেওয়া হয়েছিল—‘‘আমাদের সবার প্রিয়, বিশ্বস্ত ও সাহসী লুডো ভাইয়ের জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা।’এরপরই শুরু হয় জমকালো উদযাপন।

লুডোর গলায় ফুলের মালা, চোখে তারার ঝিলিক, আর তাকে বসিয়ে দেওয়া হলো একটি জিপ গাড়িতে। চারপাশে মানুষের উচ্ছ্বাস, হাততালি, ফুল ছিটানোর দৃশ্য যেন কোনো রাজকীয় শোভাযাত্রার মতো। আতশবাজির আলোয় উদ্ভাসিত হচ্ছিল পুরো পরিবেশ, আর সেই সঙ্গে কেক কাটার মুহূর্তটি ছিল সবচেয়ে আবেগঘন।

অনেকে ভিডিওটিতে মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী একজন লিখেছেন, ‘এটি খুবই সুন্দর। কিন্তু সাধারণ কেক আর মিষ্টি কুকুরের জন্য ভালো নয়। দয়া করে সতর্ক থাকুন।’

আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘এই ভিডিও আমার দিনটিকে অন্য রকম করে দিয়েছে। এসব তরুণকে আমার অন্তর থেকে স্যালুট জানাই।’

অন্য এক ব্যবহারকারী লিখেছেন, ‘আপনারা আমার মনকে পুলকিত করেছেন। আমাদের রাস্তার কুকুরগুলো কারও চেয়ে কম নয়।’

এই গল্পটি শুধু লুডোর জন্মদিন নয়, মানবতার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। ভালোবাসা আর মমতা যে প্রাণীর সীমা চেনে না, সেটাই আরও একবার প্রমাণ হলো এই আয়োজনের মাধ্যমে।

টিএ/

Share this news on: