মার্কিন অভিনেত্রী, মডেল ও গায়িকা মেরিলিন মনরো। তিনি ১৯২৬ সালের ১ জুন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে জন্মগ্রহণ করেন। তার সময় তো বটেই, যে কোনো সময়ের জন্য শ্রেষ্ঠ যৌনাবেদনময়ী অভিনেত্রী ছিলেন তিনি।
রূপালী জগতে প্রবেশের পূর্বে ক্ষণজন্মা এই অভিনেত্রীর নাম ছিল নর্মা জীন বেকার। শৈশবের বেশিরভাগ সময় এতিমখানায় কাটে তার। মডেল হিসেবে কর্মজীবন শুরু করা মনরোর ১৯৫০ ও ১৯৬০ দশকে অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্র মুক্তি পায়।
তার সাড়া জাগানো কিছু চলচ্চিত্র হলো- ‘রাইট ক্রস’, ‘উই আর নট ম্যারিড’, ‘হাউ টু মেরি এ মিলিয়নেয়ার’, ‘দি আশফাল্ট জাঙ্গল’, ‘লাভ নেস্ট’, ‘দ্য সেভেন ইয়ার ইচ’, ‘বাস স্টপ’, ‘দ্য প্রিন্স অ্যান্ড দ্য শোগার্ল’, ’সামথিংস গট টু গিভ’ ইত্যাদি।
‘সাম লাইক ইট হট’ ছবিতে অভিনয় করে তিনি গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন।
মনরো ১৯৬২ সালের ৫ আগস্ট লস অ্যাঞ্জেলসের ব্রেন্টউডে মাত্র ৩৬ বছর বয়সে আত্মহত্যা করেন।
তার একটি উক্তি-
“খ্যাতি, তুমি চাইলে আমাকে
ছেড়ে যেতে পারো, তোমাকে
আমার দেখা হয়ে গেছে।”