ম্যাচের কয়েক সেকেন্ড বাকি। রোমাঞ্চকর লড়াইয়ে পর জয়ের দ্বারপ্রান্তে লিভারপুল। এখানেই পাল্টে গেল ম্যাচের চিত্র। জেমস তার্কোভস্কি দারুণ এক গোল করে ফেভারিট লিভারপুলকে রুখে দিয়ে এভারটন গুডিসন পার্কের শেষ ডার্বিকে স্মরণীয় করে রাখল। ইংলিশ ফুটবলের অনেক ইতিহাসের সাক্ষী গুডিসন পার্কের মরসুমের সবশেষ মার্সিসাইড ডার্বিটি বুধবার রাতে ২-২ গোলে ড্র হয়েছে। খেলা অমীমাংসিত থাকলেও এক পয়েন্ট নিয়েও লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে এগিয়ে গেল লিভারপুল। ২৪ ম্যাচে ১৭ জয় ও ৬ ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। আর ৭ পয়েন্ট পিছিয়ে দুইয়ে আর্সেনাল। আর ২৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছে ডেভিড ময়েসের দল এভারটন।
১১ মিনিটে বেতোর গোলে এভারটন এগিয়ে যায়। ডি-বক্স থেকে কোনাকুনি শটে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন গিনি-বিসাউয়ের এই ফরোয়ার্ড। ৫ মিনিট পরই সালাহর বক্সের থেকে বাড়ানো ক্রসে লাফিয়ে হেডে সমতা টানেন আর্জেন্টাইন মিডফিল্ডার মাক আলিস্তের।