বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির অনুরোধের পরও অনুশীলনে ফেরেননি বি ফুটবলাররা। ৩০ জানুয়ারি শুরু হওয়া সংকট এখনো কাটেনি, ফলে ফুটবল মহলে প্রশ্ন উঠছে—এই অচলাবস্থার অবসান কবে?
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল অবশ্য আশাবাদী, খুব শিগগিরই সমস্যার সমাধান হবে। তিনি বলেন, “ধৈর্য ধরুন, সংকট নিরসন হবে।” তবে এখনো সেই আশার প্রতিফলন দেখা যাচ্ছে না।
এদিকে, কোচ পিটার জেমস বাটলার ৩৬ জন চুক্তিবদ্ধ ফুটবলার নিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। বিদ্রোহী খেলোয়াড়দের অনুশীলনে ফেরানোর কোনো উদ্যোগ তার নেই, বরং তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, সাবিনা-মাসুরাদের পরিকল্পনার বাইরে রাখা হয়েছে।
বাফুফে সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ কয়েকদিন আগে বলেছিলেন, তাবিথ আউয়াল লন্ডনে যাওয়ার আগে, অর্থাৎ বুধ বা বৃহস্পতিবারের মধ্যে সমাধান হতে পারে। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেয়নি। অন্যদিকে, অস্বস্তির মধ্যে দিন কাটাচ্ছেন টিম স্টাফরা। সংকট সমাধানের পথ খুঁজছেন সবাই। এক সহকারী কোচ হতাশা প্রকাশ করে বলেন, “আমরা চাই সমস্যা দ্রুত মিটুক, কিন্তু…” বাকিটা অনিশ্চয়তায় ঢেকে আছে।