ইসলামিক দেশগুলোয় ১ মার্চই শুরু হতে পারে রমজান

আগামী ১ মার্চ ইসলামিক দেশগুলোয় প্রথম রোজা হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। আগামী ২৮ ফেব্রুয়ারি ইসলামিক বিশ্বে রমজানের চাঁদ দেখা যাবে বলে জানায় আবুধাবিভিত্তিক এই সংস্থাটি। যদিও খালি চোখে চাঁদ দেখা সাপেক্ষে দেশগুলো পবিত্র রমজান মাস শুরুর ঘোষণা দেবে বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক জ্যোতিবির্দ্যা কেন্দ্র।


আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের চেয়ারম্যান মোহাম্মদ ওদেহ বলেছেন টেলিস্কোপের মাধ্যমে পশ্চিম এশিয়া, আফ্রিকার প্রায় সব অঞ্চল এবং ইউরোপের দক্ষিণাঞ্চলে রমজানের অর্ধচন্দ্র দেখা যাবে। অপরদিকে খালি চোখে আমেরিকার বৃহৎ অংশে পবিত্র এ মাসের চাঁদ দেখতে পারবেন সাধারণ মুসল্লিরা।


শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ইসলামিক দেশগুলোতে চাঁদ দেখতে পাওয়া ও রমজান শুরুর ঘোষণা নিয়ে মোহাম্মদ ওদেহ বলেছেন, “সব অঞ্চলে সূর্য অস্ত যাওয়ার পরও চাঁদ আকাশে দৃশ্যমান থাকার বিষয়টি বিবেচনা করে, প্রথা অনুযায়ী বেশিরভাগ ইসলামিক দেশ পরের দিন থেকে রমজান মাস শুরুর ঘোষণা দেবে।”


রমজান আরবি বর্ষপঞ্জিকার নবমতম মাস। এই মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বিশ্বের সব ধর্মপ্রাণ মুসল্লি সব ধরনের পানাহার থেকে বিরত থেকে রোজা রাখেন। এই মাসটায় ইবাদত-বন্দেগিও বাড়িয়ে দেন তারা।

এদিকে উন্নত জ্যোতির্বিদ্যার কারণে আগে হতেই ঈদের দিন ঠিক করা গেলেও বেশিরভাগ দেশ এখনো রমজান মাস শুরুর ঘোষণা দিতে খালি চোখে চাঁদ দেখাকে প্রাধান্য দিয়ে থাকে।

Share this news on: