দিল্লিকে ঠিক করতে হবে বাংলাদেশের সঙ্গে তাদের পলিসি কেমন হবে: শামা ওবায়েদ
মোজো ডেস্ক 08:52AM, Feb 16, 2025
বাংলাদেশের সঙ্গে ভারতের ফরেন পলিসি কেমন হবে তা দিল্লিকেই ঠিক করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ এবং কৌশলগত প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
শামা ওবায়েদ বলেন, ‘হাসিনার আমলে কোনো ফরেন পলিসি ছিল না। যা ছিল তা শুধু একটি দেশের জন্য উপকার করে সম্পর্ক রাখা এবং তা দিয়ে ক্ষমতায় টিকে থাকা। ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ আনো আর আমরা ভেঙে খাই, এমন অবস্থা ছিল তাদের।’
ভারতে বসে শেখ হাসিনা উসকানিমূলক কথা বললে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেত্রী।
তিনি বলেন, ‘দিল্লিকে ঠিক করতে হবে বাংলাদেশের সঙ্গে তাদের পলিসি কেমন হবে।’
শামা ওবায়েদ বলেন, ‘যখন ছাত্রদের টার্গেট করে গুলি করা হয়েছে তখন ভারতের কোনো স্টেটমেন্ট ছিল না। কিন্তু ৩২ নম্বরের বাড়ি ভাঙার সময় স্টেটমেন্ট দিচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।’