কোনো অদৃশ্য শক্তির কারণে যদি নির্বাচন না হয় তাহলে এই আন্দোলন-সংগ্রাম বৃথা যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা আউটার স্টেডিয়ামে আয়োজিত বিএনপির সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “গত বছরের ৫ অগাস্টের পর একটি অদৃশ্য শক্তি আমরা দেখছি। এ অদৃশ্য শক্তি দিনের আলোতে আমাদেরকে হত্যা এবং থাবা মারতে চায়। যদি এ অদৃশ্য শক্তির কারণে নির্বাচন না হয়, তাহলে আমরা যার জন্য আন্দোলন-সংগ্রাম করেছি, সবকিছু বৃথা যাবে। জনগণের যে লক্ষ্য নিয়ে আমরা ১৬-১৭ বছর লড়াই-সংগ্রাম করেছি, সর্বশেষ জুলাই আন্দোলন, সবকিছু কিন্তু শেষ হয়ে যাবে।”
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘একটি সুদৃঢ় ঐক্য সব কালো থাবাকে, অদৃশ্য শক্তিকে রুখে দিতে পারে। সে জন্য আমাদের মধ্যে একটি কঠিন ঐক্য প্রয়োজন। এই ঐক্যের মূল পয়েন্টে আছেন তারেক রহমান।
তিনি আমাদের দেশবাসীকে একত্রিত করেছেন বিগত দিনে আন্দোলন-সংগ্রাম করার জন্য। আমাদের অত্যন্ত সুদৃঢ়ভাবে ইস্পাত কঠিন ঐক্যের মধ্য দিয়ে লক্ষ্যে পৌঁছাতে হবে।’
জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু ও যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এ সময় বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামিম, সহসাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশীদ, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এ বি এম আশরাফ উদ্দিন নিজান, সদস্য নাজিম উদ্দিন আহমেদ ও যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না প্রমুখ।