গোলাম আজমকে ‘ভাষা সেনাপতি’ হিসেবে স্বীকৃতির দাবি!

এবার প্রয়াত জামায়াত নেতা গোলাম আজমকে, ভাষাসৈনিক পদক প্রদানের দাবি এসেছে। দাবিটি জানিয়েছেন গোলাম আজম পুত্র আমান আজমী। ২১ শে ফেব্রুয়ারিতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন তিনি। বলেন, শহীদ অধ্যাপক গোলাম আযমকে ভাষা সেনাপতি হিসেবে স্বীকৃতি দিয়ে "ভাষসৈনিক পদক" দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছি।

ফেসবুকে দেয়া দীর্ঘ স্ট্যাটাসে তিনি লেখেন, ভাষা সেনাপতি শহীদ অধ্যাপক গোলাম আযমকে ৫৩ বছরেও ভাষাসৈনিক পদক না দেয়া ভাষা আন্দোলনকে অবজ্ঞা করার সামিল। আমি বিশ্ববাসীকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই যে, মাতৃভাষার জন্য অধ্যাপক গোলাম আযম এর চেয়ে বেশী অবদান কারো নেই; উনার চেয়ে বেশী ত্যাগ কেউ স্বীকার করেন নি।

আমান আজমির দাবি করেন, ডাকসু'র জিএস এবং ফযলুল হক হলের ভিপি হিসেবে সাধারণ ছাত্রদেরকে বিভিন্ন এলাকায় পিকেটিং এর দায়িত্ব দিয়ে গোলাম আজম একদল ছাত্র নিয়ে গুলিস্তান এলাকায় পিকেটিং করা শুরু করেন। পিকেটিং করার সময় গ্রেফতার করা হয় গোলাম আজমকে।

স্ট্যাটাসে তিনি আরও লেখেন, ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ের পর পরই ভাষা আন্দোলনে গ্রেফতার হয়েছেন গোলাম আজম। রংপুর কারমাইকেল কলেজের রাষ্ট্রবিজ্ঞান এর অধ্যাপক হিসেবে ভাষা আন্দোলনের মিছিলে নেতৃত্ব দেয়ার সময় মিছিল থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ২৫ দিন রংপুর জেলে আটক থাকার পর মুক্তি লাভ করেন তিনি।

এছাড়াও ১৯৫৫ সাল পর্যন্ত ভাষা আন্দোলনে গোলাম আজমের একাধিক বার কারাবরন ও ত্যাগের কথা উল্লেখ করেন আমান আজমি। তার এমন স্ট্যাটাসে দেখা গেছে নেটিজেনদের মিশ্র প্রতিকৃয়া। তবে, স্ট্যাটাসের শেষ পর্যায়ে আজমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে লিখেন, তথ্য-উপাত্তসহ আমাকে "মিথ্যা" প্রমাণ করুন। না পারলে সত্য স্বীকার করে অধ্যাপক গোলাম আযমকে ভাষা সেনাপতি হিসেবে মেনে নিন। অন্ধ বিদ্বেষ এর কারণে সত্য জেনেও মিথ্যাকে আকড়ে ধরে থেকে নিজের "বুদ্ধিমত্তার" পরিচয় দিয়ে নিজেকে অপমানিত করবেন না।

Share this news on: