এবার ওএসডির তালিকায় যেসব সাবেক মন্ত্রীর পিএসরা!

ডিসিদের পর এবার ওএসডির তালিকায় রয়েছেন মন্ত্রীদের পিএসরা। বিগত সরকারের আমলে মন্ত্রীদের পিএস হিসেবে দায়িত্বরত এসব কর্মকর্তাদের বিরুদ্ধে রয়েছে নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ। তাই এবার ওএসডির আওতায় আসতে যাচ্ছেন তারা।

আলোচিত রাতের ভোটের পর ২০১৩ এবং ২০২৪ সালের ভোট আয়োজনকারীদেরও ধরা হবে। তদারকির মধ্যে রয়েছেন বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারাও। বাদ যাবেন না ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীদের একান্ত সচিব বা পিএসরা।

২০১৮ সালের মন্ত্রীদের পিএস নিয়োগ দিয়েছিল তখনকার প্রধানমন্ত্রীর কার্যালয়। এর আগে মন্ত্রীরা তাদের নিজেদের পছন্দে পিএস নিয়োগ দিতে পারলেও ওই বছর তা বাছাই করে তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়। যার কারণে তিন মেয়াদের মন্ত্রীদের পিএসরাও ওএসডি হওয়ার তালিকায় রয়েছেন।

সরকারের মন্ত্রীরা দায়িত্ব গ্রহণের পর একজন চৌকস কর্মকর্তাকে তাদের পিএস করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে অনুরোধ করতেন। অথবা তারা তাদের পছন্দের কর্মকর্তাকে পিএস নিয়োগ দেয়া হত। ২০১৮ সালে মন্ত্রীদের পিএস হিসেবে কর্মকর্তা বাছাইয়ের সুযোগ কেড়ে নেওয়া হয়। বেসরকারি ব্যক্তিদের মধ্য থেকে নিয়োগের সুযোগ থাকলেও কোনো কোনো মন্ত্রী তাদের সহকারী একান্ত সচিব বা এপিএস ও নিয়োগ করা হত ক্যাডার কর্মকর্তাদের।

সম্প্রতি বহুল আলোচিত ও রাতের ভোট হিসেবে খ্যাত একাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্ব পালনকারী ৩৩ ডিসিকে ওএসডি করা হয়েছে। এর আগেও ১২ কর্মকর্তাকে ওএসডি করা হয়েছিল এই একই কারণে। সব মিলিয়ে ২০১৮ সালে রাতের ভোটে দায়িত্ব পালনকারী ৪৫ জন ডিসিকে এ পর্যন্ত ওএসডি করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার ওএসডির আওতায় আসতে যাচ্ছেন সাবেক মন্ত্রীদের এসব পিএসরা।

Share this news on: