শীর্ষস্থান পুনরুদ্ধার করল বার্সেলোনা

২-০ গোলে লাস পালমাকে হারিয়ে আবারো পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা। তাই অ্যাতলেটিকো মাদ্রিদের শীর্ষে ফেরাটা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

গতকাল (শনিবার) রাতে প্রতিপক্ষের মাঠ গ্রান ক্যানেরিয়ায় প্রথমার্ধে বেশ ভুগতে হয়েছে সফরকারী বার্সেলোনাকে। একইসঙ্গে ওই সময়ে কেউই গোল করতে পারেনি। পরে একটি করে গোল করে সেই ডেডলক ভাঙেন দানি ওলমো ও ফেররান তোরেস। দ্বিতীয়ার্ধে জয় নিশ্চিত করে চলতি আসরের প্রথম ম্যাচে হারের শোধ নিলো বার্সা। গত নভেম্বরে ঘরের মাঠে তারা লাস পালমাসের কাছে হেরেছিল ২-১ গোলে।

ম্যাচের শুরুতেই ভালো সুযোগ পায় স্বাগতিক লাস পালমাস। কিন্তু তাদের নেওয়া নিচু শট ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক ভয়চেক সেজনি। মিনিট দুয়েক পর বার্সাও সুযোগ পায়, কিন্তু রবার্ট লেভান্ডফস্কির হেডটি ঠিক লক্ষ্যে ছিল না। এরপর তিনি আরেকটি ফ্রি-কিক উড়িয়ে মারেন বাইরে দিয়ে। প্রথমার্ধজুড়ে লাস পালমাসের রক্ষণ ছিল জমাটবদ্ধ। এরই মাঝে তারা একাধিকবার বার্সার অর্ধেও উত্তাপ ছড়ায়। বিরতির আগে লামিনে ইয়ামালের নেওয়া একটি কোনাকুনি শটও চলে যায় বাইরে দিয়ে।

বিরতির পরও বল লক্ষ্যে রাখতে না পারার হতাশায় পোড়ে বার্সেলোনা। ৬১তম মিনিটে রাফিনিয়ার হেড অলক্ষ্যে যাওয়ার পরমুহূর্তেই ওলমোর গোলে বার্সা ম্যাচে লিড নেয়। ইয়ামালের দারুণ এক পাস বক্সে নিয়ন্ত্রণ নিয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন এই স্প্যানিশ উইঙ্গার। এরপর লেভান্ডফস্কি–ই পান পরপর দুটি সুযোগ। তার প্রথম হেডটি গোলরক্ষকের হাতে এবং অভিজ্ঞ পোলিশ ফরোয়ার্ড আরেকটি শট উড়িয়ে মারেন। ৮০ মিনিটে বার্সেলোনার বিরুদ্ধে পেনাল্টির আবেদন নিয়ে বেশ উত্তেজনা ছড়ায়।

নিজেদের অর্ধে প্রতিপক্ষের অ্যালেক্স সুয়ারেজের শট গিয়ে লাগে বার্সেলোনার ডিফেন্ডার এরিক গার্সিয়ার হাতে। পেনাল্টির জোরালো আবেদন ওঠার পরই দুই দলের খেলোয়াড়রা বিতণ্ডায় জড়ান। দু’পক্ষের একজন করে দেখেন হলুদ কার্ডও। তবে ভিএআরে সেই আবেদন অফসাইড হিসেবে কাঁটা পড়ে। বার্সেলোনা তাদের দ্বিগুণ লিড ও জয় নিশ্চিত করে অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে। বদলি নামা ফেররান তোরেস রাফিনিয়ার পাস নিয়ন্ত্রণে নিয়ে ছয় গজ বক্সের কোণা থেকে বাঁ পায়ে জোরাল শটে বল জালে জড়ান।

এ নিয়ে নতুন বছরে ১৩ ম্যাচে অপরাজেয় থাকার নজির ধরে রাখল বার্সা। লা লিগায়ও জিতল টানা পাঁচ ম্যাচ। গতকালের জয়ে শীর্ষে থাকা হ্যান্সি ফ্লিকের দলটি ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট পেয়েছে। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাতলেটিকো। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট, তারা আছে তিনে।

Share this news on:

সর্বশেষ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যা বলছেন শিক্ষার্থীরা Feb 23, 2025
যমুনা থেকে ফিরে যা বললেন কুয়েটের শিক্ষার্থীরা Feb 23, 2025
প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করতে পারেনি কুয়েট শিক্ষার্থীরা Feb 23, 2025
যে দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যাচ্ছে কুয়েটের শিক্ষার্থীরা Feb 23, 2025
শহীদ মিনারে অবস্থান করে কুয়েট শিক্ষার্থীরা যা বললেন। Feb 23, 2025
চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের সামনে বিক্ষোভ! Feb 23, 2025
লোড শেডিং দুর্ভোগ ঠেকাতে পারবে তো সরকার! Feb 23, 2025
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যা বললেন তিতুমীরের শিক্ষার্থীরা Feb 23, 2025
বিএনপির মতো ইংরেজি নাম খুজছেন ছাত্ররা Feb 23, 2025
তারেক জিয়া ফরিদপুর ৪ এ কাকে মনোনয়ন দিলেন Feb 23, 2025