ইউক্রেনের কাছে অর্থ ফেরত চেয়ে যে দাবি করলেন ট্রাম্প

এবার ইউক্রেনকে দেয়া শত শত কোটি ডলারের সহায়তার অর্থ ফেরত চাইলেন ট্রাম্প। রিপাবলিকান পার্টির সদস্যদের বার্ষিক জমায়েত—কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে এমনই বিস্ময়কর দাবি করেছেন তিনি।

তিন বছর ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। সে যুদ্ধে বরাবরই ইউক্রেনকে প্রকাশ্য সমর্থন দিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রশাসন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সামরিক ও অর্থ সহায়তাও দিয়েছেন তারা।

তবে এবার সে যুদ্ধ থামাতে বেশ তৎপর যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ নিয়ে এরই মধ্যে রাশিয়ার সঙ্গে বৈঠক করেছেন তার প্রশাসনের কর্তা-ব্যক্তিরা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনকলে কথাও বলেছেন তিনি। তবে যুদ্ধ বন্ধের আলোচনায় যুক্ত করা হয়নি ইউক্রেনকে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে আক্রমণাত্মক কথাও বলেছেন ট্রাম্প।

এরই মধ্যে এবার ইউক্রেনকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের দেয়া সহায়তার অর্থ ফেরত নেয়ার প্রসঙ্গে কথা বললেন ট্রাম্প। ২২ জানুয়ারি সম্মেলনে তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কাজ করছি। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কাজ করছি। আমি সহায়তার অর্থ ফিরিয়ে আনার চেষ্টা করছি।’

ট্রাম্প আরও বলেন, ইউক্রেনকে ঋণ হিসেবে অর্থ দিয়েছে ইউরোপ। অর্থাৎ ইউরোপ তাদের অর্থ ফেরত পাবে। তবে যুক্তরাষ্ট্র এমন কোনো শর্তে ইউক্রেনকে অর্থ দেয়নি। কাজেই যুক্তরাষ্ট্রের অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা কম। তাই ট্রাম্প চান যুক্তরাষ্ট্রের দেয়া অর্থের বিনিময়ে ইউক্রেন যেন সমমূল্যের কিছু একটা দেয়। যুক্তরাষ্ট্র তাদের কাছে বিরল খনিজ সম্পদ ও জ্বালানি তেল বা যে কোনো কিছু চাচ্ছে।

সে হিসেবেই সম্প্রতি ইউক্রেনকে একটি খনিজ চুক্তি করার প্রস্তাব দেন ট্রাম্প। প্রস্তাবে যুদ্ধের সময় ওয়াশিংটন কিয়েভকে যে সামরিক সহায়তা দিয়েছে, তার বিনিময়ে ইউক্রেনের কাছ থেকে ৫০ হাজার কোটি মার্কিন ডলারের খনিজ সম্পদের মালিকানা চান ট্রাম্প। তার আশা এই প্রস্তাবটি দ্রুতই মেনে নেবেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তবে ওই প্রস্তাব নাকচ করেছেন জেলেনস্কি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত যে সামরিক সহায়তা পাঠিয়েছে, তা ট্রাম্প যে পরিমাণ অর্থ ফেরত চাইছেন, তার থেকে অনেক কম। এরপর ট্রাম্প তাকে ‘স্বৈরশাসক’ আখ্যা দিয়ে বলেন, রাশিয়ার সঙ্গে শান্তি নিশ্চিত করতে জেলেনস্কিকে দ্রুত সরে যেতে হবে অথবা তিনি তার দেশ হারাতে পারেন।

Share this news on:

সর্বশেষ

img
অভিনেতা আজাদ গুলিবিদ্ধ, আহত মা-স্ত্রী Feb 23, 2025
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যা বলছেন শিক্ষার্থীরা Feb 23, 2025
যমুনা থেকে ফিরে যা বললেন কুয়েটের শিক্ষার্থীরা Feb 23, 2025
প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করতে পারেনি কুয়েট শিক্ষার্থীরা Feb 23, 2025
যে দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যাচ্ছে কুয়েটের শিক্ষার্থীরা Feb 23, 2025
শহীদ মিনারে অবস্থান করে কুয়েট শিক্ষার্থীরা যা বললেন। Feb 23, 2025
চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের সামনে বিক্ষোভ! Feb 23, 2025
লোড শেডিং দুর্ভোগ ঠেকাতে পারবে তো সরকার! Feb 23, 2025
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যা বললেন তিতুমীরের শিক্ষার্থীরা Feb 23, 2025
বিএনপির মতো ইংরেজি নাম খুজছেন ছাত্ররা Feb 23, 2025