পেশাদারিত্বের অভাব অভিযোগে সিনেমা থেকে বাদ গেলেন দিঘী

দিঘীর পেশাদারিত্বের অভাব আছে বলে অভিযোগ তুলেছেন পরিচালক। সম্প্রতি প্রকাশ পেয়েছে টগর সিনেমার ‘মোশন পোস্টার’ । আর পোস্টার প্রকাশের পর জানা গেল পেশাদারিত্বের অভাবের কারণে সিনেমা থেকে বাদ পড়েছেন প্রার্থনা ফারদিন দিঘী। এখন টগর সিনেমায় অভিনয় করবেন চিত্রনায়িকা পূজা চেরি।

চলতি বছরের শুরুতে ‘টগর’ নামে নতুন এক সিনেমার নাম ঘোষণা করেছিলেন নির্মাতা আলোক হাসান। অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করে সেসময় জানানো হয়েছিল যে, সিনেমাটিতে জুটি হয়ে আসছেন আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দীঘি। আগেই নিশ্চিত হয়েছিল সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করবেন আদর আজাদ।

কিন্তু সম্প্রতি উন্মুক্ত হওয়া সিনেমাটির মোশন পোস্টারে এসে বদলে গেছে নায়িকা। এখানে দীঘির পরিবর্তে দেখা গেছে পূজা চেরিকে।

এ বিষয়ে জানতে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে প্রার্থনা ফারদিন দিঘীর পেশাদারিত্বের অভাব আছে বলে অভিযোগ তুলেন তিনি।

আলোক হাসান বলেন, দীঘির দিঘীর পেশাদারিত্বের অভাব আছে। একটা প্রজেক্ট করতে গিয়ে আমি এটা অনুভব করেছি। তার স্ক্রিপ্ট সম্পর্কিত ইস্যু আছে, যোগাযোগের ঘাটতি আছে, প্রমোশনাল অ্যাঙ্গেলজনিত কিছু ইস্যু আছে। এরকম একাধিক ইস্যু থাকার কারণেই মূলত তাকে বাদ দেওয়া হয়েছে। একটা প্রজেক্ট শুরু করার মুহূর্তেই যদি এরকম হয় তাহলে সিনেমা রিলিজের সময় তার থেকে আমি কি সহযোগীতা আশা করতে পারি?’

তিনি আরও বলেন, দীঘির সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝামেলা নেই। তা নাহলে একজন শিল্পীকে সাইন করিয়ে, টিজার শুট করিয়ে তাকে বাদ দেওয়ার তো কোনো কারণ নেই। একটা টিজার শুট করার পেছনেও তো বিনিয়োগ করতে হয়েছে। সেটা কোনো ছোট বিনিয়োগও না। এর পরেও এরকম একটা সিদ্ধান্ত নেবার পেছনে নিশ্চয় কোনো সঠিক কারণ আছে। নয়তো কোনো টিমই কিন্তু এরকম চায় না।

আদর আজাদ বলেন, আসলে গত চার মাস যাবত এই প্রজেক্ট এর সঙ্গে ওঠাবসা। মাঝখানে কেবল পিনিক সিনেমার শুট করেছি। অবশেষে ক্যামেরা ওপেন হচ্ছে গোটা ইউনিট প্রোডাকশন এবং কাজটা নিয়ে দারুণ আশাবাদী।

পূজা চেরি বলেন, অলোক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগেও আমার কাজ হয়েছে। এনাউন্সমেন্ট টিজারে ভিন্ন কাস্টিং এর কারণে আমি নিজেও কাজটি করতে চাইনি। তবে পরবর্তীতে টিম আমাকে বুঝাতে সমর্থ হয় আমারও গল্পটি পছন্দ হওয়ায় রাজি হয়ে যাই।

অ্যাকশনধর্মী ‘টগর’-এ আদর-পূজা ছাড়া আরো অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন, এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ। সিনেমাটি আগামী ঈদুল আযহায় মুক্তি দেওয়ার জন্য নির্মিত হচ্ছে বলে জানা গেছে।

Share this news on:

সর্বশেষ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যা বলছেন শিক্ষার্থীরা Feb 23, 2025
যমুনা থেকে ফিরে যা বললেন কুয়েটের শিক্ষার্থীরা Feb 23, 2025
প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করতে পারেনি কুয়েট শিক্ষার্থীরা Feb 23, 2025
যে দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যাচ্ছে কুয়েটের শিক্ষার্থীরা Feb 23, 2025
শহীদ মিনারে অবস্থান করে কুয়েট শিক্ষার্থীরা যা বললেন। Feb 23, 2025
চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের সামনে বিক্ষোভ! Feb 23, 2025
লোড শেডিং দুর্ভোগ ঠেকাতে পারবে তো সরকার! Feb 23, 2025
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যা বললেন তিতুমীরের শিক্ষার্থীরা Feb 23, 2025
বিএনপির মতো ইংরেজি নাম খুজছেন ছাত্ররা Feb 23, 2025
তারেক জিয়া ফরিদপুর ৪ এ কাকে মনোনয়ন দিলেন Feb 23, 2025